আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর্জেন্টিনা দলে মেসির সঙ্গী তিন নতুনমুখ

স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা দলে মেসির সঙ্গী তিন নতুনমুখ
লিওনেল মেসি

বিশ্বকাপের টিকিট কাটা হয়েছে অনেক আগেই। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই মিশন শেষে এখন মূল আসরের জন্য প্রস্তুতি নেওয়ার পালা। প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেওয়ার পালা। এই ম্যাচগুলোতেই একাদশ আর ফরমেশন নিয়ে হবে পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপের জন্য দল গোছাবেন কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে অক্টোবরে দুটি ম্যাচ খেলবে বিশ্বকাপ শিরোপাধারী আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে ১১ ও ১৪ অক্টোবর ভেনিজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য শুক্রবার রাতে চমক রেখে আর্জেন্টিনার ২৮ জনের দল ঘোষণা করেছেন কোচ স্কালোনি।

সুপারস্টার লিওনেল মেসির সঙ্গে দলে রয়েছেন তিন নতুন মুখ। রেসিংয়ের গোলরক্ষক ফাকুন্দো ক্যামবেসেস প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দলে। প্রথমবার দলে ডাক পেয়েছেন দারুণ ফর্মে থাকা রিভার প্লেটের সেন্টার ব্যাক লাওতারো রিভেরোও। আর তৃতীয় নতুন মুখ ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো। আর পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ রয়েছেন আলবিসেলেস্তের জার্সিতে অভিষেকের অপেক্ষায়।

দলে ফিরেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও ডিফেন্ডার মার্কোস সেনেসি। নিষেধাজ্ঞা থাকায় আগের দল থেকে ছিটকে গিয়েছিলেন ফার্নান্দেজ। প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন হলো সেনেসির।

আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মোরেনো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন