শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরতে চান তাসকিন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ মে ২০২৫, ২৩: ০০
তাসকিন আহমেদ, ছবি: ফেসবুক

গোড়ালির চোটের কারণে মাঠের বাইরে আছেন তাসকিন আহমেদ। ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর জানা গেছে অস্ত্রোপচার ছাড়াই সুস্থ হতে পারবেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে রিহ্যাব শুরু করেছেন তাসকিন আহমেদ। আপাতত রানিং নিয়েই কাজ করছেন এই ডানহাতি পেসার।

বিজ্ঞাপন

আজ রানিং সেশন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন আহমেদ। সেখানে তিনি জানান, কবে ফিরবেন, সেটা নিশ্চিত করে বলতে পারছেন না। তবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার চেষ্টা চালাচ্ছেন বলে জানান। তার কথায়, ‘ঠিক কবে ফিরব এটা আসলে নির্দিষ্ট তারিখ বলা কঠিন। তবে সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফেরার ইচ্ছে রয়েছে। জুনের প্রথম দিকে আশা করা যায়, যদি কোনো সমস্যা না থাকে। এখন যেমন চলছে, আমি খুশি, আলহামদুলিল্লাহ্‌। এখনো কোনো অভিযোগ নেই। যদি এভাবে সুন্দরভাবে চলে, তাহলে তো খুবই ভালো।’

সুস্থ হওয়ার পথে থাকা তাসকিন আহমেদ এই ইনজুরিকে সঙ্গী করেই চলতে হবে- এমনটাই জানিয়েছিলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী। সে সময় তিনি জানান, ‘বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করেই। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে।’

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত