ধারাবাহিকতায় নজর বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২২: ৪০

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে রান পেয়েছে ওপেনিং জুটি। এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম মিলে ১১৮ রানের জুটি গড়েন। জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারানোর পেছনে তাদেরও কৃতিত্ব কম নয়। দীর্ঘদিন পর ফেরা ওপেনারদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে তিনি জানান, ‘ওপেনিং জুটিতে আমরা লড়াই করছিলাম। তবে সাদমান ও বিজয় যেভাবে ব্যাটিং করেছে, সেটি সত্যিই মুগ্ধকর ছিল।’ জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হেরে গেলেও চট্টগ্রামে দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। এ জয়ে খুবই খুশি অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘এটা আমাদের ধারাবাহিকভাবে করতে হবে। আমি মনে করি না যে, এটা (প্রথম ম্যাচে হার) আমাদের খুব বেশি চাপে ফেলেছে। আমরা ভালো ক্রিকেট খেলিনি। তবে আমরা জানতাম এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। কারণ অনেকবার আমরা এটা করেছি।’ সিলেটে জিম্বাবুয়ের কাছে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন শান্তরা। এ ছাড়া সিরিজ বাঁচাতে তাদের সামনে জয়ের বিকল্প ছিল না। সব মিলিয়ে চট্টগ্রামে নিজেদের নিংড়ে দেন মিরাজ-তাইজুলরা। এতে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করল স্বাগতিকরা। এ জয় সামনের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে শান্তদের।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত