স্পোর্টস ডেস্ক
বিভিন্ন কারণেই ভক্ত এবং ক্রিকেটারদের কাছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড পরম আরাধ্য। এবার ঐতিহাসিক এই ভেন্যুর ঘাস কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরা ঘাসের জন্য গুনতে হবে ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার টাকার একটু বেশি। ভেন্যু কর্তৃপক্ষ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের প্রথম সারির গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, লর্ডসের আউটফিল্ডে নতুনকরে ঘাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। যদিও পুরনো ঘাসগুলো নষ্ট না করে কাজে লাগাতে চাইছে সংস্থাটি। তাই বিক্রির উদ্যোগ নিয়েছে এমসিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড জানিয়েছে, ‘এই শরতে লর্ডসের আউটফিল্ডের কাজ করা হবে। তাই ভক্তরা লর্ডসের এক টুকরা ঘাস কেনার সুযোগ হয়েছে। এর সংখ্যা খুব কম। ঘাস কেনা যাবে আগামী ২৯ কিংবা ৩০ সেপ্টেম্বর।’
ঘাস বিক্রির মোট অর্থের ১০ শতাংশ এমসিসি ফাউন্ডেশনে জমা থাকবে। বাকি ৯০ শতাংশ অর্থ মাঠের অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে। এমসিসির সদস্য সংখ্যা ২৫ হাজার। তবে চাইলে এমসিসির সদস্যদের বাইরের কেউও লর্ডসের ঘাস কিনতে পারবেন।
এমসিসির সদস্যদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাঠের উন্নয়ন এবং এমসিসি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে সব সদস্যকে লর্ডসের এক টুকরা ঘাসের মালিক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এটা এমন একটি ভেন্যু যেখানে দারুণ সব মুহূর্তের জন্ম হয়েছে।’
বিভিন্ন কারণেই ভক্ত এবং ক্রিকেটারদের কাছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড পরম আরাধ্য। এবার ঐতিহাসিক এই ভেন্যুর ঘাস কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। ১.২ মিটার বাই ০.৬ মিটার আকৃতির এক টুকরা ঘাসের জন্য গুনতে হবে ৫০ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ হাজার টাকার একটু বেশি। ভেন্যু কর্তৃপক্ষ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ডের প্রথম সারির গণমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, লর্ডসের আউটফিল্ডে নতুনকরে ঘাস লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এমসিসি। যদিও পুরনো ঘাসগুলো নষ্ট না করে কাজে লাগাতে চাইছে সংস্থাটি। তাই বিক্রির উদ্যোগ নিয়েছে এমসিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া বার্তায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড জানিয়েছে, ‘এই শরতে লর্ডসের আউটফিল্ডের কাজ করা হবে। তাই ভক্তরা লর্ডসের এক টুকরা ঘাস কেনার সুযোগ হয়েছে। এর সংখ্যা খুব কম। ঘাস কেনা যাবে আগামী ২৯ কিংবা ৩০ সেপ্টেম্বর।’
ঘাস বিক্রির মোট অর্থের ১০ শতাংশ এমসিসি ফাউন্ডেশনে জমা থাকবে। বাকি ৯০ শতাংশ অর্থ মাঠের অবকাঠামোর উন্নয়নে ব্যয় করা হবে। এমসিসির সদস্য সংখ্যা ২৫ হাজার। তবে চাইলে এমসিসির সদস্যদের বাইরের কেউও লর্ডসের ঘাস কিনতে পারবেন।
এমসিসির সদস্যদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাঠের উন্নয়ন এবং এমসিসি ফাউন্ডেশনের জন্য অর্থ সংগ্রহ করার লক্ষ্যে সব সদস্যকে লর্ডসের এক টুকরা ঘাসের মালিক হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এটা এমন একটি ভেন্যু যেখানে দারুণ সব মুহূর্তের জন্ম হয়েছে।’
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৮ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৮ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে