ভিনিসিয়াসের বিকল্প খুঁজছে রিয়াল!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০: ৩০

চলমান গ্রীষ্মে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব থেকে চড়া প্রস্তাব পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তারই জেরে রিয়াল মাদ্রিদকে বেতন বাড়ানোর কথা বলছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। লস ব্লাঙ্কোসরা তাই ভিনিসিয়াসকে রাখতে চাইছে না। এই ফুটবলারের বিকল্প খুঁজছে জায়ান্টরা। এমনটাই জানিয়েছে গোল ডটকম।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে ভিনিসিয়াসের। বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সময়ে কিলিয়ান এমবাপ্পের সমান বেতনের জন্য রিয়ালকে চাপ দিচ্ছেন তিনি। যদিও ভিনিসিয়াসের এই প্রস্তাবে রাজি নয় রিয়াল। বিকল্প হিসেবে আর্লিং হাল্যান্ডকে দলে নিতে চাইছেন মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

বিজ্ঞাপন

আগামী মৌসুমকে সামনে রেখে ইউরোপের সেরা আক্রমণভাগ তৈরি করতে চান পেরেজ। তারই অংশ হিসেবে ম্যানচেস্টার সিটি থেকে হাল্যান্ড উড়িয়ে আনতে চায় রিয়াল। এদিকে দলবদলের বাজারে শোনা যাচ্ছে, গত মৌসুমটা প্রত্যাশিত না যাওয়ায় হাল্যান্ডও নাকি ম্যানসিটি ছাড়তে চান। সব মিলিয়ে তাই এখনই দুইয়ে দুইয়ে চার মেলাতে চাইছেন ভক্তরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত