তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জানিয়ে আজ মঙ্গলবারের বিপিএলের ম্যাচ বাতিল করেছে বিসিবি। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাতিলের খবর নিশ্চিত করে বিসিবি। তখন জানানো হয়েছিল, দ্রুততম সময়ের মধ্যে নতুন সূচি দেওয়া হবে। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল অনুষ্ঠিত হবে বাতিল হওয়া এই দুই ম্যাচ। দুপুর তিনটায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ৮ টায়।
দিনের প্রথম ম্যাচে আজ সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই দুই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানায়। মূলত শোক প্রকাশ করে তার সম্মানার্থে ম্যাচ বাতিলের ঘোষণা দেয় বিসিবি।
এই ঘোষণার পরও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে দর্শকরা জড়ো হন। মাঠে আসা এই দর্শকরা খেলা আয়োজনের জোর দাবি জানান। তারা জানান, খেলা বাতিল হওয়ায় তাদের আর্থিক ক্ষতি হয়েছে। এমন কী স্টেডিয়ামের মূল গেটেও ঝামেলা তৈরি করেন তারা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।
আগামীকাল হতে যাওয়া এই ম্যাচে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না। আজ যারা টিকিট কেটেছেন তারা সেই টিকিট দিয়ে খেলা উপভোগ করতে পারবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

