আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রানের পাহাড় গড়ছে কিউইরা

স্পোর্টস ডেস্ক

রানের পাহাড় গড়ছে কিউইরা

মাউন্ট মঙ্গানুইয়ে রান উৎসব করছে নিউজিল্যান্ড। দুই ওপেনার টম লাথাম আর ডেভন কনওয়ে মিলে রীতিমতো রানের বন্যা বইয়ে দিয়েছেন। দুজনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৩৪ রান তুলে ফেলেছে কিউইরা। তাতে রান চাপায় পড়ে বেশ বেকায়দায় আছে অতিথি ওয়েস্ট ইন্ডিজ।

বিজ্ঞাপন

অধিনায়ক লাথাম অবশ্য ফিরে গেছেন সাজঘরে। তবে ফেরার আগে ২৪৬ বলে ১৫ বাউন্ডারি ও ১ ছক্কায় এনে দিয়েছেন ১৩৭ রানের দারুণ এক ইনিংস। আর কনওয়ে ১৭৮ রানে চমৎকার এক ইনিংস উপহার দিয়ে ছুটে চলেছেন ডাবল সেঞ্চুরির দিকে। তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে ২৭৯ বলের ইনিংসটি ২৫টি বাউন্ডারির মারে সাজিয়ে রয়ে গেছেন অপরাজিত।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ৩৩৪/১, ৯০ ওভার (লাথাম ১৩৭, কনওয়ে ১৭৮*, রোচ ১/৬৩)।

* প্রথম দিন শেষে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন