স্কটল্যান্ডের কাছে হার নেদারল্যান্ডসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০০: ৩৭

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৩৯ রানে হারিয়েছে স্কটল্যান্ড। ম্যাচে প্রথমে ব্যাট করতে ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করে স্কটল্যান্ড। জবাবে ১৮.১ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় ডাচরা।

গতকাল স্কটল্যান্ডের গ্লাসকোতে টস হেরে ব্যাট করতে নেমে তিনটি ত্রিশোর্ধ্ব ইনিংসে বড় পুঁজি পায় স্কটল্যান্ড। জর্জ মুনসে ১৭ বলে ৩০, ফিনালি ম্যাকগ্রেথ ২৮ বলে ৪০ ও ম্যাথু ক্রস করেন ২৪ বলে ৩৩।

জবাবে ডাচ ওপেনার মিচাড লেভিট ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। তাতে আর জেতা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড: ২০ ওভারে ১৬০/৮
নেদারল্যান্ডস: ১৮.১ ওভারে ১২১/১০
ফল: স্কটল্যান্ড ৩৯ রানে জয়ী

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত