আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আল নাসরে আরো দুই বছর খেলবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
আল নাসরে আরো দুই বছর খেলবেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবে থাকবেন তো? নাকি পাড়ি জমাবেন অন্য কোনো দেশে? এ সব নিয়ে কত খবরই না এতদিন উড়িয়ে বেড়িয়েছে বিশ্ব গণমাধ্যমে। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান হলো।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশটিতেই থেকে যাচ্ছেন সিআর সেভেন। আল নাসরের সঙ্গে দুই বছরের জন্য নতুন চুক্তি করেছেন পর্তুগিজ মহাতারকা। চুক্তি নবায়ন করায় ২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরেই খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এ তারকা। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্লাব আল নাসরের কর্তৃপক্ষ।

আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কয়েক মিনিট আগেই আল নাসর একটি টিজার ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যায় ৪০ বছরের রোনালদো সমুদ্রসৈকতে হাঁটছেন। হাঁটাহাঁটির এক ফাঁকে এ মেগাস্টার বলেন, ‘আল নাসর ফরএভার’।

চলতি জুনেই ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষ হয়ে যেত ৪০ বছরের বর্ষীয়ান এ মেগাস্টারের। তারওপর গত মাসে ক্লাবের হয়ে বিদায়ী মৌসুমে সৌদি প্রো লিগে শেষ ম্যাচে খেলে এ ফুটবল মেগাস্টার জানিয়েছিলেন ‘অধ্যায়ের সমাপ্তি’।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এই পোস্টের পর খবর রটে গিয়েছিল, সৌদি ক্লাবটি ছাড়তে যাচ্ছেন রোনালদো। নতুন চুক্তি হওয়ায় সব গুঞ্জনের অবসান হলো এবার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন