পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ খেলতে আবারো লাহোর কালান্দার্সে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন। প্লে-অফের ম্যাচের জন্য এই বাংলাদেশি লেগ স্পিনারকে ডেকেছে দলটি। আজ (২২ মে) রাত ৮টায় এলিমিনেটরে করাচি কিংসের মুখোমুখি হবে রিশাদের দল লাহোর। সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের সঙ্গে মাঠে নামার সম্ভাবনা রয়েছে রিশাদেরও।
পিএসএলের চলতি আসরে লাহোরের হয়ে পারফরম্যান্স করা বিদেশী ক্রিকেটারদের মধ্যে অন্যতম রিশাদ। চলতি মাসে ভারত রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় হামলা করলে বন্ধ হয়ে যায় পিএসএল। এরপরই নিরাপত্তার স্বার্থে অন্যসব বিদেশী ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তান ত্যাগ করেন এই বাংলাদেশি লেগস্পিনার।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো শুরু হয়েছে পিএসএল। দলটিতে যোগ দিয়েছেন আরো দুই বাংলাদেশি সাকিব এবং মিরাজ। লাহোরের বোলিং আক্রমণে এখন তিন বাংলাদেশি স্পিনার। ইতোমধ্যে সাকিব এক ম্যাচ খেলেছেন। মিরাজ যোগ দিয়েছেন বুধবার (২১ মে)।
লাহোরের হয়ে ইতোমধ্যে ৫ ম্যাচ খেলেছেন রিশাদ। তাতে ১৬.৪৪ গড়ে রান দিয়ে নিয়েছেন ৯ উইকেট। তবে জাতীয় দলের জার্সিতে আরব আমিরাতের বিপক্ষে খেলা দুই ম্যাচে নিজেকে চেনাতে পারেননি এই লেগি। তিন উইকেট নিলেও ছিলেন খরুচে।
রিশাদকে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত পিএসএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ মে। পিএসএল ফাইনাল ২৫ মে। সে হিসেবে লাহোর ফাইনালে উঠলে খেলার সম্ভাবনা থাকবে রিশাদের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

