লাহোরের হয়ে মাঠে নামতে প্রস্তুত সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৫: ৩৮
আপডেট : ১৮ মে ২০২৫, ১৫: ৫৫

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোববার (১৮ মে) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। আসন্ন ম্যাচে লাহোরের হয়ে মাঠে নামতে প্রস্তুত সাকিব আল হাসান।

শনিবার লাহোরের টিম হোটেলে উঠেন সাকিব। লিগ পর্বের শেষ ম্যাচের জন্য অনুশীলন করেছে লাহোর। দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে উপস্থিত ছিলেন সাকিব। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং সেরে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন

গত নভেম্বরের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে। তার মতে, লম্বা বিরতির পর মাঠে নেমে ভালো পারফর্ম করার জন্য মাত্র একটা সেশনে যথেষ্ট নয়।

লাহোরের এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘ছন্দে ফেরার জন্য আমি কয়েক ওভার বল করার চেষ্টা করেছি। অনুশীলন থেকে যেটা চাচ্ছিলাম সেটা পেয়েছি। অনেকদিন পর খেলতে নামব। তাই অনুশীলনে কিছুটা তাড়াহুড়া ছিল। এটা নিশ্চিত করতে চাই যে পরবর্তী ম্যাচের জন্য আমি প্রস্তুত।’

সাকিব আরও বলেন, ‘তিন বিভাগেই প্রস্তুতি নিয়েছি। এখন ভালো অনুভব করছি। এটা আমার জন্য ভালো দিন ছিল। একটা সেশন ভালো করার জন্য যথেষ্ট নয়। এরপরও চেষ্টা করব যতটা সম্ভব ভালো ক্রিকেট খেলা যায়। মনে হচ্ছে আমি প্রস্তুত।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত