তিন ম্যাচ পর জয়ের দেখা

সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ হামজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১: ০০

চ্যাম্পিয়নশিপে হারের বৃত্তে আটকা পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তাতে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথে শঙ্কা তৈরি হয় ক্লাবটির জন্য। তবে জয়ে ফেরায় সে শঙ্কা কিছুটা হলেও দূর হলো তাদের জন্য। নিজেদের সবশেষ ম্যাচে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়েছে শেফিল্ড।

জিতলেও টেবিলে কোনো উন্নতি হয়নি শেফিল্ডের। যথারীতি তিনে অবস্থান করছে তারা। ৪৩ ম্যাচ শেষে দলটির নামের পাশে শোভা পাচ্ছে ৮৬ পয়েন্ট। শীর্ষে আছে লিডস ইউনাইটেড। শেফিল্ডের সমান ৪৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। সমান ম্যাচ এবং পয়েন্ট পেলেও গোলগড়ে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে বার্নলি।

বিজ্ঞাপন

ব্রামল লেন স্টেডিয়ামে দুই অর্ধে একবার করে জালের দেখা পায় শেফিল্ড। ৩৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন গোস্তাভো হ্যামার। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে কার্ডিফের জালে শেষ পেরেক ঠুকে দেন বেন ব্রেরেটন দিয়াস।

এর আগে সবশেষ গত ২৯ মার্চ কভেন্ট্রির বিপক্ষে জিতেছিল শেফিল্ড। এরপর ওক্সফোর্ড ইউনাইটেড, মিলওয়াল ও প্লেমাউথের কাছে হেরে যায় দক্ষিণ ইয়র্কশায়ারের ক্লাবটি।

কার্ডিফের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার দিনে ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন তিনি। জিতলেও বাকি তিন ম্যাচের জন্য সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘আমরা জয়ের ধারায় ফিরেছি। আলহামদুলিল্লাহ। সামনের এক সপ্তাহ আমাদের জন্য কঠিন যাবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত