তিন ম্যাচ পর জয়ের দেখা
স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নশিপে হারের বৃত্তে আটকা পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তাতে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথে শঙ্কা তৈরি হয় ক্লাবটির জন্য। তবে জয়ে ফেরায় সে শঙ্কা কিছুটা হলেও দূর হলো তাদের জন্য। নিজেদের সবশেষ ম্যাচে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়েছে শেফিল্ড।
জিতলেও টেবিলে কোনো উন্নতি হয়নি শেফিল্ডের। যথারীতি তিনে অবস্থান করছে তারা। ৪৩ ম্যাচ শেষে দলটির নামের পাশে শোভা পাচ্ছে ৮৬ পয়েন্ট। শীর্ষে আছে লিডস ইউনাইটেড। শেফিল্ডের সমান ৪৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। সমান ম্যাচ এবং পয়েন্ট পেলেও গোলগড়ে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে বার্নলি।
ব্রামল লেন স্টেডিয়ামে দুই অর্ধে একবার করে জালের দেখা পায় শেফিল্ড। ৩৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন গোস্তাভো হ্যামার। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে কার্ডিফের জালে শেষ পেরেক ঠুকে দেন বেন ব্রেরেটন দিয়াস।
এর আগে সবশেষ গত ২৯ মার্চ কভেন্ট্রির বিপক্ষে জিতেছিল শেফিল্ড। এরপর ওক্সফোর্ড ইউনাইটেড, মিলওয়াল ও প্লেমাউথের কাছে হেরে যায় দক্ষিণ ইয়র্কশায়ারের ক্লাবটি।
কার্ডিফের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার দিনে ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন তিনি। জিতলেও বাকি তিন ম্যাচের জন্য সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘আমরা জয়ের ধারায় ফিরেছি। আলহামদুলিল্লাহ। সামনের এক সপ্তাহ আমাদের জন্য কঠিন যাবে।’
চ্যাম্পিয়নশিপে হারের বৃত্তে আটকা পড়েছিল শেফিল্ড ইউনাইটেড। তাতে সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথে শঙ্কা তৈরি হয় ক্লাবটির জন্য। তবে জয়ে ফেরায় সে শঙ্কা কিছুটা হলেও দূর হলো তাদের জন্য। নিজেদের সবশেষ ম্যাচে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়েছে শেফিল্ড।
জিতলেও টেবিলে কোনো উন্নতি হয়নি শেফিল্ডের। যথারীতি তিনে অবস্থান করছে তারা। ৪৩ ম্যাচ শেষে দলটির নামের পাশে শোভা পাচ্ছে ৮৬ পয়েন্ট। শীর্ষে আছে লিডস ইউনাইটেড। শেফিল্ডের সমান ৪৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। সমান ম্যাচ এবং পয়েন্ট পেলেও গোলগড়ে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে বার্নলি।
ব্রামল লেন স্টেডিয়ামে দুই অর্ধে একবার করে জালের দেখা পায় শেফিল্ড। ৩৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন গোস্তাভো হ্যামার। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে কার্ডিফের জালে শেষ পেরেক ঠুকে দেন বেন ব্রেরেটন দিয়াস।
এর আগে সবশেষ গত ২৯ মার্চ কভেন্ট্রির বিপক্ষে জিতেছিল শেফিল্ড। এরপর ওক্সফোর্ড ইউনাইটেড, মিলওয়াল ও প্লেমাউথের কাছে হেরে যায় দক্ষিণ ইয়র্কশায়ারের ক্লাবটি।
কার্ডিফের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়ার দিনে ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন তিনি। জিতলেও বাকি তিন ম্যাচের জন্য সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হামজা লিখেছেন, ‘আমরা জয়ের ধারায় ফিরেছি। আলহামদুলিল্লাহ। সামনের এক সপ্তাহ আমাদের জন্য কঠিন যাবে।’
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
৩ ঘণ্টা আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৪ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৪ ঘণ্টা আগে