দেশের জন্য পা ভাঙতেও প্রস্তুত ছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ১২: ৩৩

কোনোভাবেই আর মাঠে থাকতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই নির্ধারিত সময়ের দুই মিনিটে আগে তাকে তুলে নেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। যদিও মাঠ ছাড়ার আগে দলকে বাঁচিয়ে গেছেন। ৬১ মিনিটে তার গোলেই দ্বিতীয়বারের মতো সমতায় ফেরে পর্তুগিজরা। এরপর টাইব্রেকারে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশন্স লিগের শিরোপা জিতেছে তারা। ফাইনাল ম্যাচে ইনজুরি নিয়ে খেলতে নামা রোনালদো জানিয়েছেন, দেশের জন্য পা ভাঙতেও প্রস্তুত ছিলেন তিনি।

পর্তুগালকে শিরোপা জেতাতে পারফরম্যান্সের পাশাপাশি ভালোবাসারও কমতি ছিল না রোনালদোর। মাঠ ছাড়ার কারণে টাইব্রেকার শট নিতে পারেননি। কিন্তু সতীর্থরা শট নেওয়ার সময় হাত উঁচিয়ে সৃষ্টিকর্তার কাছে জয় কামনা করেছেন। এরপর যখন দলের জয় নিশ্চিত হলো- তখন বাকিদের মতো উচ্ছ্বাসে ফেটে না পড়ে অঝোঁরে কেঁদেছেন সিআরসেভেন। এসব যেন তার দেশপ্রেমের প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘আমার ইনজুরি আছে সেটা ওয়ার্মআপের সময়ই বুঝতে পেরেছিলাম। এরপরও দেশের হয়ে খেলার জন্য যদি পা ভাঙতো আমি সেই পথেই হাঁটতাম। জাতীয় দলের হয়ে শিরোপা জেতার জন্য আমি আমার সর্বোচ্চটা উজাড় করে পারফর্ম করার চেষ্টা করেছি। আমরা পর্তুগিজরা ছোট জাতি হলেও আকাঙ্খা অনেক বড়। উয়েফা নেশন্স লিগের শিরোপা দেশবাসীর জন্য উৎসর্গ করছি।’

রোনালদো আরও বলেন, ‘দেশের হয়ে শিরোপা জিততে পারাটা দারুণ ভালো লাগার মতো কিছু। এই প্রজন্মের কিছু খেলোয়াড় আছে যারা জন্য এই শিরোপার যোগ্য দাবিদার ছিল। আমার পরিবারের জন্যও এটা দরকার ছিল। ফাইনাল দেখতে আমার জীবনসঙ্গী, সন্তান, আমার ভাই, বন্ধুরা মাঠে উপস্থিত ছিল। আমি ক্যারিয়ারে ক্লাবের হয়ে অনেক শিরোপ জিতেছি। কিন্তু দেশের হয়ে শিরোপা জেতার মতো আর কিছু হতে পারে না। এটা আমার কাছে সব সময়ই স্পেশাল কিছু।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত