আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেঞ্চুরি করে শিরোপার দিকে তাকিয়ে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক

সেঞ্চুরি করে শিরোপার দিকে তাকিয়ে জোকোভিচ

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে ক্যামেরুন নরিকে পাত্তাই দেননি নোভাক জোকোভিচ। ৬-২, ৬-৩, ৬-২ গেমে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এটা ফরাসি ওপেনে তার শততম জয়। দারুণ এই মাইলফলক ছুঁয়ে এবার শিরোপার দিকে তাকিয়ে জোকোভিচ।

ফরাসি ওপেনে শততম জয়ের দেখা পাওয়া দ্বিতীয় খেলোয়াড় জোকোভিচ। এর আগ প্রথম এই কীর্তি গড়েন রাফায়েল নাদাল। ফরাসি ওপেনে ১১২ জয় নিয়ে সবার ওপরে আছেন এই কিংবদন্তি।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। এবারের ফরাসি ওপেন জিতে সে সংখ্যাটা বাড়াতে মুখিয়ে আছেন ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা। শেষ চারের মিশনে তার প্রতিপক্ষ আলেক্সান্ডার স্ফেরেফ।

শততম জয়ে কোয়ার্টার ফাইনালে উঠার পর জোকোভিচ বলেন, ‘ফরাসি ওপেনে ১০০ জয় দারুণ কিছু। আমার জন্য পরের জয়টি আরও ভালো হতে পারে। এবারের টুর্নামেন্টে আমার পথচলা এখানেই শেষ হচ্ছে না। এমন একটি মাইলফলক স্পর্শ করে খুব ভালো অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে আমাকে সামনে আরও ইতিহাস হাতছানি দিচ্ছে। আশা করছি দুই একদিনের মধ্যে আরেকটি জয়ের দেখা পাব।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন