টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার পর খেলাধুলা ও রাজনীতিকে একসঙ্গে না মেশানো উচিত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। তার মতে, রাজনীতি শুধু ক্রিকেটই, মানবতার জন্যও ক্ষতিকর। ক্রিকেটের সঙ্গে রাজনীতি জড়ানোর বিষয়টির তীব্র সমালোচনা করেছেন মুশতাক। তিনি বলেছেন, ক্রিকেট দেশগুলো মধ্যে ঐক্য গড়বে, বিভাজন নয়।
ভারতের গণমাধ্যম এনএনআইকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে মুশতাক বলেন, ‘আমি মনে করি, রাজনীতি সমূলে উৎপাটন করা উচিত, যেহেতু এটা মানবতার জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু, এটা শুধু ক্রিকেটের জন্য নয়, পুরো মানবতার জন্যও ক্ষতিকর। এটি খেলাধুলা ও খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। ক্রিকেট দেশগুলোকে ঐক্যবদ্ধ করবে, বিভাজন করবে না।’
ক্রিকেট বিনোদন মাধ্যম হওয়া উচিত, সেটি আবারও মনে করিয়ে দিলেন মুশতাক। তবে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার প্রসঙ্গে কথা বলতে চাননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘ক্রিকেট মানে বিনোদন। এটা যুদ্ধ ক্ষেত্র কিংবা যুদ্ধ নয়। ভারতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না। কারণ আমি বিষয়টি আগেই পরিষ্কার করে দিয়েছি যে, আমি রাজনীতিতে বিশ্বাসী নই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

