বার্সা-চেলসিকে বড় অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫: ২৩

আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছিল চেলসি, বার্সেলোনা, অ্যাস্টন ভিলা ও লিঁও’র বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হওয়ায় এই চার ক্লাবকে মোটা অঙ্কের জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।

সবচেয়ে বেশি ৩১ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে চেলসিকে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৪৭ কোটি ৮৯ লাখ টাকা। কোনো ইউরোপিয়ান ক্লাবকে এটা এক মৌসুমে সর্বোচ্চ জরিমানার রেকর্ড এটি। বার্সাকে করা জরিমানার পরিমাণ ১৫ মিলিয়ন ইউরো বা ২১৬ কোটি ৭২ লাখ টাকা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত