ইয়ামালের জন্মদিন ঘিরে বিশাল আয়োজন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০২: ০০

আরও আগেই তারকার খ্যাতি পেয়েছেন লামিনে ইয়ামাল। সবশেষ মৌসুমটা তো স্বপ্নের মতো পার করেছেন। এখন তার তুলনা করা হয় লিওনেল মেসির সঙ্গে। ইয়ামাল এতো যশ-খ্যাতি পেয়েছেন ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।

বিশ্ব ফুটবলে নিজের অবস্থার জানান দিয়েই ১৮-তে পা রাখতে যাচ্ছেন ইয়ামাল। রোববার (১৩ জুলাই) ১৮ বছর পূর্ণ হবে এই ফুটবলারের। যেটা স্মরণীয় করে রাখতে বিশাল আয়োজন করেছেন ইয়ামাল। যদিও আয়োজনের বিস্তারিত গোপন রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ইয়ামালের ১৮তম জন্মদিনে কি হবে সে সম্পর্কে কিছুটা তথ্য দিয়েছে স্পেনের গণমাধ্যম মার্কা। প্রতিবেদনে মার্কা জানিয়েছে, সে আয়োজনে সঙ্গীতশিল্পী, ইনফ্লুয়েন্সার, স্ট্রিমারসহ উপস্থিত থাকবেন ইয়ামালের সতীর্থরা। তারকাদের মধ্যে থাকতে পারেন ডুকি, ওজুনা, বিজার‌্যাপ ও ব্যাড জ্যাল। মার্কা আরও জানিয়েছে, শুরুতে স্থান হিসেবে ইবিজার কথা বলা হলেও সেটি বাতিল করা হয়েছে। নতুন তথ্য অনুযায়ী, বার্সেলোনা শহরে বা সমুদ্রের কোথাও ইয়ামালের জন্মদিনের ওই বিশাল আয়োজন হতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত