আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোল্ডেন শু জিতে রিয়ালের অপেক্ষা ফুরালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

গোল্ডেন শু জিতে রিয়ালের অপেক্ষা ফুরালেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের হয়ে সবশেষ ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো- ২০১৪-১৫ মৌসুমে। এরপর গত এক দশকে লস ব্লাঙ্কোসদের কোনো খেলোয়াড় এই পুরস্কার জিততে পারেননি। অবশেষে মাদ্রিদের ক্লাবটির অপেক্ষা ফুরালেন কিলিয়ান এমবাপ্পে।

২০২৪-২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু বা সোনার জুতা জিতেছেন এমবাপ্পে। প্রতি মৌসুমে ইউরোপের লিগগুলোর মধ্যে যিনি গোলের জন্য সবচেয়ে বেশি পয়েন্ট পান তাকে এই পুরস্কার দেওয়া হয়। সংশ্লিষ্ট লিগের মানের ওপর ভিত্তি করে প্রতিটি গোলের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ছেড়ে সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যোগ দেন এমবাপ্পে। স্পেনের শীর্ষ ক্লাবটিতে নিজের প্রথম মৌসুমেই ৩১ গোল করেন তারকা ফরওয়ার্ড। তাই ৬২ পয়েন্ট পেয়েছেন এমবাপ্পে। সোনার জুতা জেতার পথে পর্তুগিজ লিগ স্পোর্টিং সিপির ভিক্টর ইয়োকেরেসকে পেছনে ফেলেছেন তিনি।

সদ্য শেষ হওয়া মৌসুমে ৩৯ গোল করেছেন ইয়োকেরেস। উয়েফা কো এফিসিয়েন্ট র‌্যাঙ্কিং অনুযায়ী, ইউরোপিয়ান লিগগুলোর মধ্যে সাতে থাকা পর্তুগিজ লিগে প্রতিটি গোলের জন্য ১.৫ পয়েন্ট করে বরাদ্দ। সে হিসেবে সুইডিশ স্ট্রাইকারের সংগ্রহ ৫৮.৫। অর্থ্যাৎ এমবাপ্পের চেয়ে সাড়ে তিন পয়েন্ট কম পেয়েছেন ইয়োকেরেস। তিন আছেন মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমে লিভারপুলের হয়ে ২৯ গোল করেছেন এই ফরওয়ার্ড। তার নামের পাশে আছে ৫৮ পয়েন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...