২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ৭ ফেব্রুয়ারি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১: ১১

আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনটা হলে টুর্নামেন্টের পর্দা নামবে ৮ মার্চ। এমন খবরই দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

বিজ্ঞাপন

২০ দলের এ বিশ্ব আসর আয়োজন করবে শ্রীলঙ্কা ও ভারত। খেলা হবে ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে। তবে ফাইনাল কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের রেজাল্টের ওপর।

পাকিস্তান ফাইনালে খেললে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। কারণ আগামী তিন বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলবে না পাকিস্তান। আর পাকিস্তান আগেভাগে বিদায় নিলে ফাইনাল হবে আহমেদাবাদে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত