চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাঁদলেন পগবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১৮: ৫৫

দীর্ঘ দেড় বছর মাঠের বাইরে থাকার পর মোনাকোর সঙ্গে চুক্তি করেছেন পল পগবা। তাই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজের আবেগ ধরে রাখতে পারেননি- কেঁদেই দেন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এই তারকা ফুটবলার।

সবশেষ ২০২৩ সালের আগস্টে জুভেন্টাসের হয়ে খেলেছেন পগবা। এরপর ডোপ টেস্টে পজিটিভ আসায় ৪ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয় এই সেন্ট্রাল মিডফিল্ডারকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে নিষিদ্ধ উপাদান গ্রহণ করেননি- বিষয়টি প্রমাণিত হওয়ার পর শাস্তির মেয়াদ কমিয়ে ১৮ মাসে নামিয়ে আনা হয়। গত মার্চে পগবার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।

বিজ্ঞাপন

এবার মাঠে ফেরার অপেক্ষায় আছেন পগবা। মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত ফরাসি লিগ ওয়ানের ক্লাবটির হয়ে খেলবেন এই তারকা ফুটবলার। চুক্তি স্বাক্ষর করতে গিয়ে মাথা নিচু করে হাত দিয়ে মুখ লুকিয়ে কেঁদে দেন পগবা। তাকে শান্ত করেন মোনাকোর স্পোর্টিং ডিরেক্টর থিয়াগো স্কুরো এবং তার এক প্রতিনিধি।

চুক্তি স্বাক্ষর শেষে পগবা বলেন, ‘এটা আমার পুনর্জন্ম। নিষিদ্ধ থাকার সয়য়টা আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি ফুটবল ছাড়া অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন স্বপ্ন দেখার সুযোগ তৈরি করে দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এখন মাঠে ফিরে প্রমাণ করতে চাই আমি শেষ হয়ে যায়নি।’

বিষয়:

পল পগবা
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত