পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৪: ০৭

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। যেটা পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আশা সঞ্চার করছে দলটিতে। বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস নিজেও ম্যান ইন গ্রিনদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী। এজন্য স্মার্ট ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্মৃতিটা মোটেও সুখকর নয় বাংলাদেশের জন্য। গত মে-জুন মাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দেশে গিয়ে ৩-০ ব্যবধানে হেরেছে তারা। তাই এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সিরিজের সবকটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২০ জুলাই। ২২ ও ২৪ জুলাই বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে লিটন বলেন, ‘পাকিস্তান সিরিজটা খুব সহজ হবে না আমাদের জন্য। কারণ ওদের দলে বেশ ভালো ভ্যারাইটি আছে। সবচেয়ে বড় কথা হলো- ওদের বেশিরভাগ ক্রিকেটারেরই বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। তাই তারা আমাদের কন্ডিশন সম্পর্কে জানে। সিরিজে দুই দলের জন্যই চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমি আশাবাদী। স্মার্ট ক্রিকেট খেলতে পারলে আমরা সিরিজ জিতব।’

বছরের এই সময়টাতে মিরপুরে যে ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে হবে সেটাও জানিয়ে রাখলেন লিটন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজের সব ম্যাচ মিরপুরে হবে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে। আমি যতটা জানি ঢাকায় প্রতিদিনি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে উইকেট ব্যাটারদের জন্য কঠিন হয়। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। ব্যাটাররা ব্যর্থ হলেও হতে পারে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত