জিতেও যে কারণে আফসোসে পুড়ছেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৫: ১৭
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৫: ১৮

ইউএস ওপেনের শুরুটা দারুণ হয়েছে নোভাক জকোভিচের। প্রথম রাউন্ডে লার্নার টিয়েনেরকে হারিয়েছেন এই সার্বিয়ান তারকা। এরপরও বয়সের কথা ভেবে আফসোসে পুড়ছেন তিনি।

সরাসরি সেটে লার্নারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটেন জকোভিচ। ৩৮ বছর বয়সী টেনিস তারকা জিতেছেন ৬-১, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। জকোভিচের ছন্দহীনতার কারণে লার্নার যা একটু লড়াই করেছেন দ্বিতীয় সেটেই। তবে টাইব্রেকারে আর শেষ রক্ষা হয়নি তার। ফিটনেসের সমস্যার কারণে সে সেটের পর চিকিৎসা নেন জকোভিচ। এ নিয়ে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে টানা ৭৫টি জয়ের দেখা পেলেন তিনি।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘আমার বয়স যদি লার্নারের মতো হতো! ত্রিশের শেষদিকে এসে আসল কাজ হলো নিজের শরীরের শক্তি ধরে রাখা। এজন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। আমার মধ্যে এখনো নিজেকে ধরে রাখার প্রবল ইচ্ছা আছে। দর্শকরা আমাকে সে শক্তি দেয়। তাই আশ রাখি আমি কোর্টে খেলা চালিয়ে যেতে পারব।’

দ্বিতীয় সেটের পর চিকিৎসা নেওয়ার কারণ জানাতে গিয়ে জকোভিচ বলেন, ‘আমার কোনো আঘাত বা ইনজুরি নেই। এটা একটা অদ্ভুত ধরণের ম্যাচ ছিল। প্রথম সেটটি ছিল ২০ মিনিটের। তারপর দ্বিতীয় সেটটি ছিল এক ঘন্টা ২০ মিনিটের, আমরা ঠিক তার বিপরীত সেট খেলেছিলাম। দ্বিতীয় সেটে আমার স্নায়ু ধরে রাখা এবং টাইব্রেকে এটি জিতে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। চিকিৎসা নেওয়ার পর আমি ভালো অনুভব করেছি। আমি সবসময় আরও ভালো করতে পারি। তবে এই বছরের অভিযান শুরু করার জন্য এটা দুর্দান্ত উপায়।’

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত