আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চ্যাম্পিয়নস ট্রফি

সর্বোচ্চ রানের ইনিংস এখন ডাকেটের দখলে

স্পোর্টস ডেস্ক

সর্বোচ্চ রানের ইনিংস এখন ডাকেটের দখলে

চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক বনে গেলেন বেন ডাকেট। মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টে শনিবার (২২ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ ইনিংস খেলার পথে এই রেকর্ড গড়েন ইংলিশ ওপেনার।

রেকর্ড গড়তে নাথান অ্যাশলেকে পেছনে ফেলেন ডাকেট। ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। সমান রান করে তালিকার তিনে অবস্থান করছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফির ২০০০ সালের আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌরভ গাঙ্গুলি। চারে আছেন সাবেক ভারতীয় দলপতি। এই তালিকার সেরা পাঁচের শেষেরজন ভারতের আরেক সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার। ১৯৯৮ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪১ রানের ইনিংস খেলেন তিনি।

শুরুতে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে জস বাটলারকে নিয়ে ১৫৮ রান যোগ করেন ডাকেট। মূলত এই জুটিতে বড় সংগ্রহের ভীত পায় ইংলিশরা। ৬৮ রান করে বাটলার ফিরে গেলেও টিকে আছেন ডাকেট। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন