নোমানের ১০ উইকেট, শাহিনের ৪

দাপুটে জয়ে সিরিজ শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০: ৪২

লাহোরে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২২৬ রান। আর স্বাগতিক পাকিস্তানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের ৮ উইকেট। সুযোগ ছিল দুদলেরই। চতুর্থ দিন ছিল রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা। নাটকীয় কিছু ঘটে কিনা, সেটাই ছিল দেখার। দুর্দান্ত ফর্মে থাকা নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদি দাপুটে বোলিংয়ে সফরকারীদের কোনো সুযোগই দেননি। দুজনের স্পিন-পেসের সমন্বিত আক্রমণে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮৩ রানে। দারুণ এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বিজ্ঞাপন

জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল ২৭৭। টার্গেটটা হাতের নাগালে থাকায় স্বপ্ন দেখছিল অতিথি শিবির। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো ছিল না প্রোটিয়াদের। ৫৫ রান সংগ্রহ করতেই তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। ওপেনার রায়ান রিকেলটন আর ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে বিপদ কাটিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলতে জোর চেষ্টা চালাতে থাকে তারা। কিন্তু লাভ হয়নি। পঞ্চম উইকেট জুটিতে ৯৮ বলে দুজনে গড়েন ৭৩ রানের কার্যকরী পার্টনারশিপ। তাতে দলীয় স্কোর খানিকটা বড় হলেও জয়ের আশপাশেও ঘেঁষতে পারেননি এইডেন মার্করামরা। ব্রেভিস (৫৪) ফিফটি হাঁকালেও রিকেলটন (৪৫) সাজঘরের পথ ধরেন পাঁচ রানের আক্ষেপ নিয়ে। বাকি ব্যাটসম্যানরা কেউ ব্যাটিংয়ে সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারেননি।

প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের জার্সি গায়ে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাচসেরা নোমান আলী। এ নিয়ে দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নোমান। টেস্ট ক্যারিয়ারে এমন অর্জনের স্বাদ পেলেন তৃতীয়বারের মতো। আর শাহিন শাহ আফ্রিদিও শিকার করেছেন তার সমান চারটি উইকেট। বাকি দুই উইকেট গেছে সাজিদ খানের পকেটে।

তার আগে ২ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ২৯ আর টনি ডি জর্জি ১৬ রান নিয়ে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে গিয়েছিলেন। পরে রিকেলটন থামেন ৪৫ রানে। তবে জর্জি কোনো রানই নিতে পারেননি আর।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩৭৮ ও ১৬৭ (বাবর ৪২, শফিক ৪১; মুথুস্যামি ৫/৫৭ ও হারমার ৪/৫১)।

দক্ষিণ আফ্রিকা: ২৬৯ ও ১৮৩ (ব্রেভিস ৫৪, রিকেলটন ৪৫; আফ্রিদি ৪/৩৩, নোমান ৪/৭৯ ও সাজিদ ২/৩৮)।

ম্যাচসেরা: নোমান আলী

সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে পাকিস্তান।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত