নোমানের ১০ উইকেট, শাহিনের ৪
স্পোর্টস ডেস্ক
লাহোরে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২২৬ রান। আর স্বাগতিক পাকিস্তানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের ৮ উইকেট। সুযোগ ছিল দুদলেরই। চতুর্থ দিন ছিল রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা। নাটকীয় কিছু ঘটে কিনা, সেটাই ছিল দেখার। দুর্দান্ত ফর্মে থাকা নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদি দাপুটে বোলিংয়ে সফরকারীদের কোনো সুযোগই দেননি। দুজনের স্পিন-পেসের সমন্বিত আক্রমণে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮৩ রানে। দারুণ এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল ২৭৭। টার্গেটটা হাতের নাগালে থাকায় স্বপ্ন দেখছিল অতিথি শিবির। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো ছিল না প্রোটিয়াদের। ৫৫ রান সংগ্রহ করতেই তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। ওপেনার রায়ান রিকেলটন আর ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে বিপদ কাটিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলতে জোর চেষ্টা চালাতে থাকে তারা। কিন্তু লাভ হয়নি। পঞ্চম উইকেট জুটিতে ৯৮ বলে দুজনে গড়েন ৭৩ রানের কার্যকরী পার্টনারশিপ। তাতে দলীয় স্কোর খানিকটা বড় হলেও জয়ের আশপাশেও ঘেঁষতে পারেননি এইডেন মার্করামরা। ব্রেভিস (৫৪) ফিফটি হাঁকালেও রিকেলটন (৪৫) সাজঘরের পথ ধরেন পাঁচ রানের আক্ষেপ নিয়ে। বাকি ব্যাটসম্যানরা কেউ ব্যাটিংয়ে সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারেননি।
প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের জার্সি গায়ে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাচসেরা নোমান আলী। এ নিয়ে দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নোমান। টেস্ট ক্যারিয়ারে এমন অর্জনের স্বাদ পেলেন তৃতীয়বারের মতো। আর শাহিন শাহ আফ্রিদিও শিকার করেছেন তার সমান চারটি উইকেট। বাকি দুই উইকেট গেছে সাজিদ খানের পকেটে।
তার আগে ২ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ২৯ আর টনি ডি জর্জি ১৬ রান নিয়ে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে গিয়েছিলেন। পরে রিকেলটন থামেন ৪৫ রানে। তবে জর্জি কোনো রানই নিতে পারেননি আর।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৭৮ ও ১৬৭ (বাবর ৪২, শফিক ৪১; মুথুস্যামি ৫/৫৭ ও হারমার ৪/৫১)।
দক্ষিণ আফ্রিকা: ২৬৯ ও ১৮৩ (ব্রেভিস ৫৪, রিকেলটন ৪৫; আফ্রিদি ৪/৩৩, নোমান ৪/৭৯ ও সাজিদ ২/৩৮)।
ম্যাচসেরা: নোমান আলী
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে পাকিস্তান।
লাহোরে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২২৬ রান। আর স্বাগতিক পাকিস্তানের প্রয়োজন ছিল প্রোটিয়াদের ৮ উইকেট। সুযোগ ছিল দুদলেরই। চতুর্থ দিন ছিল রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা। নাটকীয় কিছু ঘটে কিনা, সেটাই ছিল দেখার। দুর্দান্ত ফর্মে থাকা নোমান আলী আর শাহিন শাহ আফ্রিদি দাপুটে বোলিংয়ে সফরকারীদের কোনো সুযোগই দেননি। দুজনের স্পিন-পেসের সমন্বিত আক্রমণে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ১৮৩ রানে। দারুণ এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য ছিল ২৭৭। টার্গেটটা হাতের নাগালে থাকায় স্বপ্ন দেখছিল অতিথি শিবির। কিন্তু ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভালো ছিল না প্রোটিয়াদের। ৫৫ রান সংগ্রহ করতেই তারা হারিয়ে ফেলেছিল ৪ উইকেট। ওপেনার রায়ান রিকেলটন আর ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে বিপদ কাটিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলতে জোর চেষ্টা চালাতে থাকে তারা। কিন্তু লাভ হয়নি। পঞ্চম উইকেট জুটিতে ৯৮ বলে দুজনে গড়েন ৭৩ রানের কার্যকরী পার্টনারশিপ। তাতে দলীয় স্কোর খানিকটা বড় হলেও জয়ের আশপাশেও ঘেঁষতে পারেননি এইডেন মার্করামরা। ব্রেভিস (৫৪) ফিফটি হাঁকালেও রিকেলটন (৪৫) সাজঘরের পথ ধরেন পাঁচ রানের আক্ষেপ নিয়ে। বাকি ব্যাটসম্যানরা কেউ ব্যাটিংয়ে সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারেননি।
প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের জার্সি গায়ে ৭৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ম্যাচসেরা নোমান আলী। এ নিয়ে দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নোমান। টেস্ট ক্যারিয়ারে এমন অর্জনের স্বাদ পেলেন তৃতীয়বারের মতো। আর শাহিন শাহ আফ্রিদিও শিকার করেছেন তার সমান চারটি উইকেট। বাকি দুই উইকেট গেছে সাজিদ খানের পকেটে।
তার আগে ২ উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। রিকেলটন ২৯ আর টনি ডি জর্জি ১৬ রান নিয়ে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে গিয়েছিলেন। পরে রিকেলটন থামেন ৪৫ রানে। তবে জর্জি কোনো রানই নিতে পারেননি আর।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৩৭৮ ও ১৬৭ (বাবর ৪২, শফিক ৪১; মুথুস্যামি ৫/৫৭ ও হারমার ৪/৫১)।
দক্ষিণ আফ্রিকা: ২৬৯ ও ১৮৩ (ব্রেভিস ৫৪, রিকেলটন ৪৫; আফ্রিদি ৪/৩৩, নোমান ৪/৭৯ ও সাজিদ ২/৩৮)।
ম্যাচসেরা: নোমান আলী
সিরিজ: দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে এগিয়ে পাকিস্তান।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৮ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১২ ঘণ্টা আগে