নারী এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৬: ০৩
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৬: ৪০

অস্ট্রেলিয়ার সিডনিতে মঙ্গলবার (২৯ জুলাই) এএফসি ওমেন্স এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। ১২ দলের টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে চীন, উজবেকিস্তান ও উত্তর কোরিয়ার বিপক্ষে খেলতে হবে আফঈদা খন্দকারের দলকে।

নারী এশিয়ান কাপে সবচেয়ে সফল দল চীন। এখন পর্যন্ত সর্বোচ্চ নয়বার চ্যাম্পিয়ন হয়েছে চাইনিজ মেয়েরা। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে উত্তর কোরিয়া।

বিজ্ঞাপন

ড্রয়ের জন্য ১২ দলকে চারটি পটে ভাগ করা হয়। প্রতিটি পটে ছিল তিনটি করে দল। বাংলাদেশ ছিল চার নম্বর পটে। পটে বাংলাদেশের সঙ্গী ভারত ও ইরান। একই পটে পড়ায় ভারত ও ইরানের গ্রুপে পড়বে না পিটার বাটলারের দল- সেটা আগেই জানা গেছে।

এক নম্বর পট থেকে উত্তর কোরিয়াকে পেয়েছে বাংলাদেশ। দুই নম্বর পট থেকে গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী হয়েছে চীন। তিন নম্বর পট থেকে গ্রুপ সঙ্গী হিসেবে উজবেকিস্তানকে পেয়েছে বাংলাদেশ।

আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ‘এ’তে পড়েছে দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপাইন। এছাড়া গ্রুপ ‘সি’তে আছে জাপান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও ভারত।

অস্ট্রেলিয়ার মাটিতে নারী এশিয়ান কাপের আসন্ন আসর শুরু হবে আগামী ১ মার্চ। ২৩ মার্চ ফাইনাল দিয়ে মহাদেশীয় টুর্নামেন্টটির পর্দা নামবে। বাচাইপর্বের বাধা অতিক্রম করে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

ড্রতে অংশ নেওয়ার জন্য এশিয়ান কাপের অংশগ্রহণকারী ১২ দলের কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক অস্ট্রেলিয়া ও এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (এএফসি)। সে আমন্ত্রণে সাড়া দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত