পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন লিটন-রিশাদ-নাহিদ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ২৩: ৩০

লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা বাংলাদেশের এই তিন ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট লিগে (পিসিএল) খেলার অনুমতি পেয়েছেন। তাদের অনাপত্তি দিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস।

বিজ্ঞাপন

পিএসএলে লিটন দাস করাচি কিংসে, নাহিদ রানা পেশোয়ার জালমি ও রিশাদ হোসেনকে দলে ভেড়ায় লাহোর কালান্দার্স। তাদের পিএসএলে খেলা নেওয়া নিয়ে থাকা সংশয় দূর হয়েছে বিসিবির এই সিদ্ধান্তে। বিষয়টি নিয়ে শাহরিয়ার নাফিস বলেন, ‘আগেও আমরা যেমনটা বলেছিলাম, ফ্র্যাঞ্চাইজি লিগে যেতে দেওয়ার ব্যাপারে আমরা এখন নমনীয় পথে হাঁটব। সেই ধারাবাহিকতায়ই পিএসএলে দল পাওয়া তিনজনকেই এনওসি দেওয়া হয়েছে। তবে কাকে কত দিনের ছাড়পত্র দেওয়া হয়েছে সেটি বিসিবির পক্ষ থেকে জানানো হয়নি।’

আগামী ১১ এপ্রিল থেকে মাঠে গড়াবে পিএসএলের ১০ম আসর। এই টুর্নামেন্ট শুরুর ৮ দিন পর মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ কারণেই মূলত লিটন-নাহিদদের ছাড়পত্র পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে তাদের অনাপত্তিপত্র নিশ্চিত করে বিসিবি বিষয়টির সমাধান করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত