গোল উৎসব করে শেষ ষোলতে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৩: ২১

ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অনুমিতভাবেই শিরোপার দিকে চোখ রেখেই এবারের আসর শুরু করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আল আইনকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আগেভাগেই শেষ ষোলতে পা রাখল জায়ান্টরা।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচজুড়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটির বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেছে ম্যানসিটি। ৭৪ শতাংশ বল দখলে রেখে গোলমুখে ২১টি শট নেয় তারা। এর মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। দুই অর্ধে সমান তিনবার করে জালের দেখা পায় সিটিজেনরা। জোড়া গোল করেন ইলকাই গান্ডোগান। ৮ ও ৭৩ মিনিটে স্কোরশিটে নাম লিখান জার্মান মিডফিল্ডার।

বিজ্ঞাপন

এছাড়া একবার করে লক্ষ্যভেদ করেন ক্লদিও এচেভেরি, আর্লিং হাল্যান্ড, অস্কার বব ও রায়ান চের্কি। ২৭ মিনিটে ম্যানসিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন এচেভেরি। এদিন প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে শুরুর একাদশে খেলতে নামেন ১৯ বছর বয়সী প্রতিভাবান উইঙ্গার। এমন দিনেই পেলেই ম্যানসিটির হয়ে নিজের প্রথম গোলের দেখা। নিখুঁত এক বাঁকানো ফ্রি কিকে ঠিকানা খুঁজে নেন এচেভেরি।

দুই ম্যাচে শতভাগ জয়ে ম্যানসিটির সংগ্রহ ছয় পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে থেকে দুইয়ে অবস্থান করছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত