সিডনি টেস্ট

দ্বিতীয় দিনেও বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩: ১১
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১৩: ২৩

সিডনি টেস্টের প্রথম দিন মোট ১১ উইকেটের পতন দেখেছে সবাই। দ্বিতীয় দিনে তো আরও বেশি দাপট দেখাল বোলাররা। ২ দলের বোলাররা মিলে এদিন তুলে নেয় ১৫ উইকেট। বোলারদের দাপটের কারণে ৫ দিনের আগেই ফল দেখতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটি।

প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় ভারত। জবাবে ৯ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে এসে বাকি ৯ উইকেট হারায় তারা। স্বাগতিকদের ইনিংস থামে ১৮১ রানে। ৫৭ রান করেন বু ওয়েবস্টার। ৩৩ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথ। স্যাম কনস্টাস করেন ২৩ রান। ভারতের হয়ে প্রসিদ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ ৩টি করে উইকেট ঝুলিতে পুরেন। এছাড়া বুমরাহ ও নিতিশ কুমার রেড্ডির শিকার ২টি করে উইকেট।

বিজ্ঞাপন

৪ রানে এগিয়ে থাকা ভারতের দ্বিতীয় ইনিংসটাও ভালো হচ্ছে না। ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বুমরাহ বাহিনী। দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত।

দ্বিতীয় ইনিংসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালান পন্ত। ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ২২ রান করেন জয়সওয়াল। ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাট করতে নামবেন। ভারতের পতন হওয়া ৬ উইকেটের মধ্যে ৪টাই নেন বোল্যান্ড।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত