আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিডনি টেস্ট

দ্বিতীয় দিনেও বোলারদের দাপট

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

দ্বিতীয় দিনেও বোলারদের দাপট

সিডনি টেস্টের প্রথম দিন মোট ১১ উইকেটের পতন দেখেছে সবাই। দ্বিতীয় দিনে তো আরও বেশি দাপট দেখাল বোলাররা। ২ দলের বোলাররা মিলে এদিন তুলে নেয় ১৫ উইকেট। বোলারদের দাপটের কারণে ৫ দিনের আগেই ফল দেখতে যাচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচটি।

প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয় ভারত। জবাবে ৯ রানে ১ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে এসে বাকি ৯ উইকেট হারায় তারা। স্বাগতিকদের ইনিংস থামে ১৮১ রানে। ৫৭ রান করেন বু ওয়েবস্টার। ৩৩ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথ। স্যাম কনস্টাস করেন ২৩ রান। ভারতের হয়ে প্রসিদ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজ ৩টি করে উইকেট ঝুলিতে পুরেন। এছাড়া বুমরাহ ও নিতিশ কুমার রেড্ডির শিকার ২টি করে উইকেট।

বিজ্ঞাপন

৪ রানে এগিয়ে থাকা ভারতের দ্বিতীয় ইনিংসটাও ভালো হচ্ছে না। ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বুমরাহ বাহিনী। দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত।

দ্বিতীয় ইনিংসে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালান পন্ত। ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। ২২ রান করেন জয়সওয়াল। ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত থেকে আগামীকাল ব্যাট করতে নামবেন। ভারতের পতন হওয়া ৬ উইকেটের মধ্যে ৪টাই নেন বোল্যান্ড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন