না ফেরার দেশে পোর্তোর চ্যাম্পিয়নস লিগ জয়ী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৫: ০৭

না ফেরার দেশে পাড়ি জমালেন পোর্তোর চ্যাম্পিয়নস লিগ জয়ী অধিনায়ক জর্জ কস্তা। এক বিবৃতিতে পর্তুগিজ ক্লাবটি সাবেক তারকা ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

পোর্তোর ফুটবল পরিচালকের দায়িত্ব পালন করছিলেন কস্তা। মঙ্গলবার (৫ আগস্ট) দলের ট্রেনিং সেন্টারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক এই ডিফেন্ডার। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যদিও বাঁচানো যায়নি কস্তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

বিজ্ঞাপন

পরবর্তীতে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কস্তা। এক বিবৃতিতে পোর্তো জানিয়েছে, ‘আমাদের ক্লাবের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ফুটবল পরিচালকের দায়িত্ব পালন করা কস্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় পোর্তোকে কাটিয়েছেন কস্তা। ১৯৯০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৮৩ ম্যাচে মাঠে নামেন তিনি। জিতেছেন ২৪টি শিরোপা।

জোসে মরিনহোর কোচিংয়ে ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে পোর্তো। সেবার দলটির অধিনায়ক ছিলেন কস্তা। তার আগের বছর পোর্তোর হয়ে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লিগ) জেতেন সাবেক এই ফুটবলার।

২০০৬ সালে অবসর নেন কস্তা। এরপর নাম লেখান কোচিংয়ে। এরপর ১৬টি ক্লাবের ডাগআউটে দেখা গেছে তাকে।

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত