মেসির গোলের পরও মিয়ামির হার, ফয়সালা তৃতীয় ম্যাচে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৬: ২৭

দলের বিবর্ণতার মাঝেও জ্বলে উঠলেন লিওনেল মেসি। করলেন গোলও। তবে জেতা হলো না ইন্টার মিয়ামির। ফেভারিটদের হারিয়ে প্লে-অফের লড়াই তৃতীয় ম্যাচে বয়ে নিল ন্যাশভিলে। ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। মিয়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচ কোনো জয় ছিল না ন্যাশভিলের। ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।

বিজ্ঞাপন

প্লে-অফের প্রথম ম্যাচে গত ৩-১ গোলে জিতেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ে আগামী শনিবার তৃতীয় প্লেঅফে হবে ভাগ্য নির্ধারিত হবে দুই দলের। দুই লেগ মিলিয়ে দুদল সমানে সমান অবস্থানে আছে। তৃতীয় ম্যাচে যারা জিতবে, পরের রাউন্ডে উঠবে।

ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মৌসুমে ২৪ গোল করা সারিজ। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে জটলার মধ্যে পা বাড়িয়ে বল জালে পাঠান জশ বাউয়ার।

মায়ামি প্রথম সুযোগ পায় ৬৬তম মিনিটে। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার উইলিস। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে তাদেও আইয়েন্দে পাস দেন ইয়ান ফ্রেকে। তবে তার শট আটকে যায় রক্ষণ দেয়ালে। তারা এক গোল শোধ করে ৯০তম মিনিটে। ডি পলের পাস থেকে জাল খুঁজে নেন মেসি।

গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ার পরও প্লেঅফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল মায়ামি। ন্যাশভিলে প্লে-অফের প্রথম রাউন্ড উতরাতে পারেনি ২০২১ সালের পর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত