
স্পোর্টস ডেস্ক

দলের বিবর্ণতার মাঝেও জ্বলে উঠলেন লিওনেল মেসি। করলেন গোলও। তবে জেতা হলো না ইন্টার মিয়ামির। ফেভারিটদের হারিয়ে প্লে-অফের লড়াই তৃতীয় ম্যাচে বয়ে নিল ন্যাশভিলে। ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। মিয়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচ কোনো জয় ছিল না ন্যাশভিলের। ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।
প্লে-অফের প্রথম ম্যাচে গত ৩-১ গোলে জিতেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ে আগামী শনিবার তৃতীয় প্লেঅফে হবে ভাগ্য নির্ধারিত হবে দুই দলের। দুই লেগ মিলিয়ে দুদল সমানে সমান অবস্থানে আছে। তৃতীয় ম্যাচে যারা জিতবে, পরের রাউন্ডে উঠবে।
ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মৌসুমে ২৪ গোল করা সারিজ। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে জটলার মধ্যে পা বাড়িয়ে বল জালে পাঠান জশ বাউয়ার।
মায়ামি প্রথম সুযোগ পায় ৬৬তম মিনিটে। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার উইলিস। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে তাদেও আইয়েন্দে পাস দেন ইয়ান ফ্রেকে। তবে তার শট আটকে যায় রক্ষণ দেয়ালে। তারা এক গোল শোধ করে ৯০তম মিনিটে। ডি পলের পাস থেকে জাল খুঁজে নেন মেসি।
গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ার পরও প্লেঅফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল মায়ামি। ন্যাশভিলে প্লে-অফের প্রথম রাউন্ড উতরাতে পারেনি ২০২১ সালের পর।

দলের বিবর্ণতার মাঝেও জ্বলে উঠলেন লিওনেল মেসি। করলেন গোলও। তবে জেতা হলো না ইন্টার মিয়ামির। ফেভারিটদের হারিয়ে প্লে-অফের লড়াই তৃতীয় ম্যাচে বয়ে নিল ন্যাশভিলে। ম্যাচটি ২-১ গোলে জিতেছে তারা। মিয়ামির বিপক্ষে আগের ১০ ম্যাচ কোনো জয় ছিল না ন্যাশভিলের। ২০২৩ সালের মে মাসের পর মায়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয় এটি।
প্লে-অফের প্রথম ম্যাচে গত ৩-১ গোলে জিতেছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে ন্যাশভিলের জয়ে আগামী শনিবার তৃতীয় প্লেঅফে হবে ভাগ্য নির্ধারিত হবে দুই দলের। দুই লেগ মিলিয়ে দুদল সমানে সমান অবস্থানে আছে। তৃতীয় ম্যাচে যারা জিতবে, পরের রাউন্ডে উঠবে।
ঘরের মাঠে ন্যাশভিল এগিয়ে যায় নবম মিনিটেই। মায়ামির গোলকিপার রোকো রিওস নোভো বক্সের ভেতর ফাউল করেন স্যাম সারিজকে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মৌসুমে ২৪ গোল করা সারিজ। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে জটলার মধ্যে পা বাড়িয়ে বল জালে পাঠান জশ বাউয়ার।
মায়ামি প্রথম সুযোগ পায় ৬৬তম মিনিটে। জর্দি আলবার ক্রস থেকে লুইস সুয়ারেসের শট ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলকিপার উইলিস। ফিরতি বল নিয়ন্ত্রণে নিয়ে তাদেও আইয়েন্দে পাস দেন ইয়ান ফ্রেকে। তবে তার শট আটকে যায় রক্ষণ দেয়ালে। তারা এক গোল শোধ করে ৯০তম মিনিটে। ডি পলের পাস থেকে জাল খুঁজে নেন মেসি।
গত মৌসুমে নিয়মিত মৌসুমে পয়েন্টের রেকর্ড গড়ার পরও প্লেঅফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল মায়ামি। ন্যাশভিলে প্লে-অফের প্রথম রাউন্ড উতরাতে পারেনি ২০২১ সালের পর।

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের আগের ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে হার মেনেছিল ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ বিরতি দিয়ে লিগে আবার জয়ের ধারায় ফিরল জায়ান্ট ক্লাবটি। নিজেদের মাঠ ইত্তিহাদে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।
৫ ঘণ্টা আগে
সাত দিনের দুর্দান্ত লড়াই শেষে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পর্দা নামলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ শেষে বালক এককে থাইল্যান্ডের আরিয়াফল লিকুল এবং বালিকা এককে ভারতের সানমিথা হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
৫ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই নিজেদের করে রেখেছিল আফগানিস্তান। এবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ইব্রাহিম জাদরানরা। দাপুটে এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আফগানরা।
৫ ঘণ্টা আগে
ফাইনাল শেষে দুদলই কাঁদছে! একদল কাঁদছে আনন্দে। দলটা ভারত। এইমাত্র বিশ্বকাপ জিতেছে তারা। আরেক দলের কান্না কষ্টের। কিছু ব্যর্থতার জন্য বিশ্বকাপ হাতছাড়া হলো তাদের। দলটা দক্ষিণ আফ্রিকা। নাভি মুম্বাইয়ে এই হাসি- কান্নার রাতে বিশ্বকাপের ফাইনালে সব আলোর ঝলকানি শুধু ভারতকে জুড়ে।
৬ ঘণ্টা আগে