ম্যাচ হেরে হতাশার গল্প শোনালেন লিটন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২: ৩৭

আধুনিক টি-টোয়েন্টিতে ১৫৫ রান তাড়া করে জেতা কঠিন কিছু নয়। শ্রীলঙ্কার জন্যও কঠিন হয়নি। কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কাদের গড়ে দেওয়া ভীতের ওপর দাঁড়িয়ে ৬ বল ও ৭ উইকেট হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় লঙ্কানরা। সিরিজের প্রথম টি-টোয়েন্টি এভাবে হারের পর তাই হতাশার গল্প শুনিয়েছেন সফরকারী দলের অধিনায়ক লিটন কুমার দাস।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এদিন ব্যাটিং কিংবা বোলিং- কোনো বিভাগেই ভালো ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। এক পারভেজ হোসেন ইমনের ২২ বলে ৩৮ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার ফরম্যাটের চাহিদা মেনে রান তুলতে পারেননি। মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজদের ওয়ানডে মেজাজি ব্যাটিংয়ে তাই শ্রীলঙ্কার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে পারেনি বাংলাদেশ। এরপর বোলিংয়ে নেমে শুরু থেকেই স্বাগতিকদের দুই ওপেনার কুশল ও নিশাঙ্কার মারকুটে ব্যাটিংয়ের সামনে অসহায় আত্মসমর্পন করেন তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিবরা। সব মিলিয়ে পূর্ণ মেয়াদে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে নেমে অভিজ্ঞতাটা ভালো হয়নি লিটনের।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে লিটন বলেন, ‘আমাদের জন্য আগে ব্যাট করতে নামাটা ভালোই ছিল। দুই দিক থেকেই উইকেট সাহায্য করেছে। কিছু বল নিছু হয়ে এসেছে। যে উইকেটে সেট হয়েছে তাকেই লম্বা সময় ধরে ব্যাটিং করা উচিত ছিল। আমার মনে হয়েছে এই উইকেটে রান ডিফেন্ড করা যেতো। কারণ আমাদের বোলিং লাইন ভালো। তবে আমাদের বোলাররা সেটা করতে পারেনি। আমরা অনেক হতাশ। যে ক্রিকেটারের জন্যই খারাপ দিন আসতে পারে। রিশাদ ম্যাচে দারুণ বোলিং করেছে। এমন উইকেটে ভালো জায়গায় বল করতে পারলে ব্যাটসম্যানের কাজটা কঠিন হয়ে যায়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত