পেনাল্টি মিস

হাভার্টসের পরিবারকে প্রাণনাশের হুমকি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৯
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩: ৫০

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ম্যানইউর কাছে হেরে বিদায় নেয় আর্সেনাল। ম্যাচটিতে গানারদের হারের জন্য যে কয়েকজন ফুটবলার কাঠগড়ায় উঠবে তাদের মধ্যে কাই হাভার্টস অন্যতম। পেনাল্টি মিস করেন তিনি। এজন্য প্রাণনাশের হুমকি দেওয়া তার পরিবারকে।

গত রবিবার এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষে ১-১ সমতায় শেষ হয়। এর আগে নিজেদের দূর্গে ম্যানইউ’র বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দেয় আর্সেনাল। দারুণ সব আক্রমণে রেড ডেভিলদের বেশ চাপে রাখে। সুযোগ হাতছাড়া না করলে নির্ধারিত সময় শেষেই এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা।

বিজ্ঞাপন

টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি ম্যাচেও দুটি সহজ সুযোগ নষ্ট করেন হাভার্টস। বিষয়টি নিয়ে জার্মান তারকার ওপর বেজায় চটেছেন সমর্থকরা। এর মাত্রা এতোটাই বেশি যে, হাভার্টসের অনাগত সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ফরওয়ার্ডের স্ত্রী সোফিয়া হাভার্টস বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফিয়া লিখেছেন, ‘আমাদের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে যে, বাড়িতে এসে আমাদের হত্যা করা হবে। আবার কেউ প্রার্থনা করছে যেন আমাদের সন্তান নষ্ট হেয়ে যায়। এমনকি অনাগত সন্তানকে জবাই করার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকিতে আমরা আতঙ্কিত। আমি আসলে বুঝতে পারছি কি বলা উচিত। ফুটবলে হাত জিত থাকবেই। মানুষের প্রতি সম্মান প্রদর্শন করুন। আমাদের বোঝার চেষ্টা করুন, এমন পরিস্থিতি মানুষের মনে কতটা প্রভাব ফেলতে পারে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত