অসাধারণ ব্যাটিং দৃঢ়তা দেখালেন টম লাথাম (১৩৭) আর ডেভন কনওয়ে (২২৭)। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই দুই ওপেনার। মাউন্ট মঙ্গানুইয়ে এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন লাথাম (১০১) আর কনওয়ে (১০০)।
ক্রিকেট ইতিহাসে এমনটা দেখা যায়নি আর কখনো। এই প্রথম কোনো টেস্টে দুই ওপেনার জোড়া সেঞ্চুরি হাঁকালেন। প্রথম শ্রেণির ক্রিকেটেই এমনটা ঘটল প্রথম! দুজনের বিশ্বরেকর্ড গড়া জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে কিউইদের লিড দাঁড়ায় ৪৬১ রান।
৪৬২ রানের বিশাল লক্ষ্যটা ছুঁতে চতুর্থ দিনের শেষ দিকে ব্যাট হাতে নেমে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৪৩ তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। কাভেম হজের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪২০ রান। হজ অপরাজিত ছিলেন ১২৩* রানে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫৭৫/৮ ও ৩০৬/২ (কনওয়ে ১০১, ল্যাথাম ১০০; হজ ২/১০০)।
ওয়েস্ট ইন্ডিজ : ৪২০/১০ ও ৪৩/০ (কিং ৩৭*, ক্যাম্পবেল ২*; ডাফি ০/১৮)। *চতুর্থ দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

