অস্ট্রেলিয়া-ভারতের চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২৩: ৫৮
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৩

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে জ্বলে উঠেছিলেন নীতিশ কুমার রেড্ডি। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান যশস্বী জয়সওয়ালও। আর বোলিংয়ে দাপট দেখান জাসপ্রিত বুমরাহ। কিন্তু তারপরও বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হার মানে ভারত। মেলবোর্নের এ হারে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ সফরকারী ভারতের। বড় জোর সিরিজ ড্র করতে পারবে রোহিত শর্মারা। সেজন্য অবশ্য তাদের সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জিততে হবে। সিরিজ জয়ের সুযোগ রয়েছে কেবল অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। এখন সিডনি টেস্ট জিতলেই কাজের কাজটি করে ফেলবে স্বাগতিকরা। আজ সকাল ৫টা ৩০ মিনিট থেকে মাঠে গড়াচ্ছে দুদলের রোমাঞ্চকর লড়াই। স্টার স্পোর্টস সরাসরি দেখাবে বর্ডার-গাভাস্কার ট্রফির এ লড়াই।

ব্যাটিংয়ে জ্বলে উঠেছিলেন নীতিশ কুমার রেড্ডি। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান যশস্বী জয়সওয়ালও। আর বোলিংয়ে দাপট দেখান জাসপ্রিত বুমরাহ। কিন্তু তারপরও বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হার মানে ভারত। মেলবোর্নের এ হারে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ সফরকারী ভারতের। বড় জোর সিরিজ ড্র করতে পারবে রোহিত শর্মারা। সেজন্য অবশ্য তাদের সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জিততে হবে। সিরিজ জয়ের সুযোগ রয়েছে কেবল অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। এখন সিডনি টেস্ট জিতলেই কাজের কাজটি করে ফেলবে স্বাগতিকরা। আজ সকাল ৫টা ৩০ মিনিট থেকে মাঠে গড়াচ্ছে দুদলের রোমাঞ্চকর লড়াই। স্টার স্পোর্টস সরাসরি দেখাবে বর্ডার-গাভাস্কার ট্রফির এ লড়াই।ব্যাটিংয়ে জ্বলে উঠেছিলেন নীতিশ কুমার রেড্ডি। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান যশস্বী জয়সওয়ালও। আর বোলিংয়ে দাপট দেখান জাসপ্রিত বুমরাহ। কিন্তু তারপরও বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হার মানে ভারত। মেলবোর্নের এ হারে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ সফরকারী ভারতের। বড় জোর সিরিজ ড্র করতে পারবে রোহিত শর্মারা। সেজন্য অবশ্য তাদের সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট জিততে হবে। সিরিজ জয়ের সুযোগ রয়েছে কেবল অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছেন প্যাট কামিন্সরা। এখন সিডনি টেস্ট জিতলেই কাজের কাজটি করে ফেলবে স্বাগতিকরা। আজ সকাল ৫টা ৩০ মিনিট থেকে মাঠে গড়াচ্ছে দুদলের রোমাঞ্চকর লড়াই। স্টার স্পোর্টস সরাসরি দেখাবে বর্ডার-গাভাস্কার ট্রফির এ লড়াই।

মেলবোর্নে হার মানায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার লড়াইয়ে থেকেও অনেকটা ছিটকে গেছে টিম ইন্ডিয়া। কিন্তু তাই বলে ‘মেন ইন ব্লু’ শিবিরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা যে একেবারে শেষ হয়ে গেছে, তা কিন্তু নয়। খাতায়-কলমে ভারত এখনো পুরোপুরি ছিটকে যায়নি। তবে ভারতের ফাইনালের টিকিট কাটার সমীকরণটা খুবই কঠিন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলেও সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে যে করেই হোক জয়ের মুখ দেখতে হবে ভারতকে। হার তো দূরের কথা, ড্র করলেও কোনো আশা আর থাকবে না রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সিরিজ ২-২ এ ড্র করলেও ভারতকে বনে যেতে হবে শ্রীলঙ্কার সমর্থক। তার আগে ভারতকে সিডনি টেস্ট জিততে হবে। পরে শ্রীলঙ্কানদের দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে করতে হবে ক্লিন সুইপ। তবেই কেবল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে থাকবে। অস্ট্রেলিয়া যদি একটি টেস্টও ড্র করে, তাহলেই ভারতের শিরোপা নির্ধারণী ম্যাচের ফাইনালের খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আর তখন ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সিডনি টেস্ট জিতে কাজটা সহজ করে রাখতে চাইছে স্বাগতিকরা।

তার আগে ভারতের গণমাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি খবর। রোহিত শর্মাদের ড্রেসিংরুমের পরিস্থিতি বেশ গরম! বিরোধ চলছে টিমের খেলোয়াড়-কোচদের মধ্যে। সিডনি টেস্ট শুরুর আগে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এটাকে প্রথমে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ভারতের প্রধান কোচ গম্ভীর। ড্রেসিংরুমে কিছু একটা যে ঘটেছিল, সেটাও স্বীকার করে নিয়েছেন গম্ভীর, ‘এগুলো স্রেফ গুঞ্জন, সত্য না।’ পরে গম্ভীর যোগ করেন, ‘খেলোয়াড়দের এবং কোচদের মধ্যে বিতর্ক ড্রেসিংরুমেই থাকা উচিত। কড়া কথাবার্তা হয়েছে।’ গম্ভীরের এ কথায় ব্যাপারটা স্পষ্ট ড্রেসিংরুমের পরিবেশ কিছুটা হলেও উত্তপ্ত হয়েছিল।

সংবাদ সম্মেলনে কেন নেই রোহিত? ক্যাপ্টেনের না আসা নিয়ে গম্ভীর বলেন, ‘রোহিতের কোনো সমস্যা নেই। প্রধান কোচ আছে, এতে সব ঠিক থাকার কথা। আমরা উইকেট দেখে (একাদশ) ঠিক করব আগামীকাল (আজ)।’ চেনা ফর্ম হারিয়ে ব্যাট হাতে এখন ধুঁকছেন রোহিত। সিডনি টেস্টে তার খেলার সম্ভাবনা নিয়ে গম্ভীর বলেন, ‘এই মাত্র বলেছি আমরা উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করব। উত্তরটা তাই বদলাচ্ছে না।’

অন্যদিকে বাজে ফর্মে রয়েছেন মিচেল মার্শও। ভারতের বিপক্ষে সিরিজে প্রথম চার টেস্টে সাত ইনিংসে পেয়েছেন ৭৩ রান। আর শেষ পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২০ রান। স্বাভাবিকভাবে বাজে খেলায় অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়ে গেছেন। মার্শের জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন অন্য পেস-বোলিং অলরাউন্ডার বো ওয়েবস্টার। আজ টেস্ট অভিষেক হতে পারে তাসমানিয়ার এ খেলোয়াড়ের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত