অনুশীলন বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২৩: ২১
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০: ৩৬

সীমিত ওভারের সিরিজ খেলতে আজ ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশে পা রেখেই ব্যস্ত হয়ে পড়ার কথা ছিল ক্যারিবীয়দের। আগামীকালই তাদের নামার কথা ছিল মাঠের অনুশীলনে। কিন্তু ভ্রমণ ক্লান্তির কারণে আগামীকালের অনুশীলন বাতিল করেছে দলটি। খেলোয়াড়দের বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে করছে না পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনও।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশে পা রেখেছে তারা। আগামী ১৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ সফর শুরু করবে ক্যারিবীয়রা।

ওয়ানডে সিরিজের বাকি ম্যাচ দুটো হবে ২১ ও ২৩ অক্টোবর। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে সিরিজের দুটি ম্যাচই হেরেছে তারা। সবশেষ দুই ওয়ানডেতে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে। টেস্টের ব্যর্থতা একপাশে রেখে ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তাই চনমনে হয়েই মাঠে নামবে শাই হোপের দল।

বাংলাদেশ বন্দি হয়ে আছে সময়ের সবচেয়ে খারাপ অবস্থানের বৃত্তে। যেই ওয়ানডে ফরম্যাট মানেই ছিল টাইগারদের রাজত্ব, সেই ফরম্যাটে নিজেদের হারিয়ে খুঁজছেন মেহেদি হাসান মিরাজরা। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হতে হয়েছে ধবলধোলাই। সবশেষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতেই হেরেছে বাংলাদেশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত