টি-টোয়েন্টিতে ম্যাচসেরা

সাকিবের ওপরে আছেন যারা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২: ২৯
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১২: ৪৫

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ৭ উইকেটের জয়ের নায়ক সাকিব আল হাসান। দলের জয়ের পথে অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এ নিয়ে ৪৪ বার টি-টোয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার জিতলেন সাকিব।

এই সংস্করণে সর্বোচ্চ ম্যাচসেরার তালিকার সেরা পাঁচে উঠে এসেছেন সাকিব। তারকা অলরাউন্ডারের ওপরে আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, কাইরন পোলার্ড ও অ্যালেক্স হেলস।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৬০ বার ম্যাচসেরা হয়েছেন এক সময়কার মারকুটে ব্যাটার গেইল। ৪৬৩ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। ৪৮৬ ম্যাচে ৪৮ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ম্যাক্সওয়েল। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার।

৪৭ বার ম্যাচসেরা নির্বাচিত হয়ে তালিকার তিনে অবস্থান করছেন পোলার্ড। ৭১০ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। চার নম্বর জায়গাটি হেলসের দখলে। ৫০৬ ম্যাচে ৪৫ বার ম্যাচসেরা হয়েছেন তিনি।

সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচটি ছিল এই সংস্করণে সাকিবের ৪৫৭তম। ওপরের তিনজনকে ছাড়িয়ে যাওয়া যে তার জন্য কঠিন কিছু হবে না সেটা আপাতত বলাই যায়। তবে গেইলকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠা মোটেও সহজ হবে না তার জন্য।

সেন্ট কিটসের বিপক্ষে ম্যাচসেরা হওয়ার পথে দারুণ এক কীর্তি গড়েন সাকিব। এই সংস্করণে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের ডাবল স্পর্শ করা একমাত্র ক্রিকেটার বনে গেছেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত