ভারত ম্যাচে নেই ‘অপয়া’ কেটেলবোরো

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ০০

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচটি হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে বেশ স্বস্তিতেই থাকছে টিম ইন্ডিয়া। কারণ ম্যাচটিতে আম্পায়ার হিসেবে থাকছেন না রিচার্ড ক্যাটেলবোরো।

ভারতের কাছে বরাবরই অপয়া আম্পায়ার হিসেবে পরিচিত কেটেলবোরো। তিনি আম্পায়ারিং করলে বেশিরভাগ ম্যাচে হেরে যায় রোহিত শর্মারা, এমন ধারণা তৈরি হয়েছে ভারতীয়দের মনে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় আয়োজকদের। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন ক্যাটেলবোরো।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান-ভারত ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ ও অস্ট্রেলিয়ার পল রাইফেলকে রেখেছে আইসিসি। হাইভোল্টেজ ম্যাচটিতে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত