কাবাডি ফেডারেশনের ক্রীড়া সূচি প্রকাশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬: ১৪

আগামী এক বছরের ক্রীড়া সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। এই ক্রীড়া সূচিতে জুলাই ২০২৫ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সকল প্রতিযোগিতার তারিখ, সময়, স্থান উল্লেখ আছে। গত ৮ জুলাই সংস্থাটির নির্বাহী কমিটির সভায় এই ক্রীড়া সূচির অনুমোদন দেয়া হয়।

নতুন ক্রীড়া সূচিতে জাতীয় পর্যায়ে ১০টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া কাবাডির বিভিন্ন পর্যায়ের দল সাতটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে। বছরজুড়ে এসব ব্যস্ত প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণের ব্যস্ততা রেখেছে কাবাডি ফেডারেশন।

বিজ্ঞাপন

সূচিতে থাকা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো হলো- জাতীয় কাবাডি টুর্নামেন্ট ২০২৫ (পুরুষ ও মহিলা), সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ, মহিলা কাবাডি লিগ, স্কুল কাবাডি ২০২৫ ঢাকা মেট্টোপলিটন, বিজয় দিব কাবাডি ২০২৫ (পুরুষ ও মহিলা), বীচ কাবাডি টুর্নামেন্ট ২০২৬ (পুরুষ ও মহিলা), দ্বিতীয় বিভাগ কাবাডি লিগ ২০২৬, স্বাধীনতা কাবাডি ২০২৬, প্রথম বিভাগ কাবাডি লিগ ২০২৬ ও প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ ২০২৬।

অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো হলো- মহিলা বিশ্বকাপ কাবাডি ২০২৫, জুনিয়র বিশ্বকাপ ২০২৫ (অনূর্ধ্ব ২১ পুরুষ) , কাবাডি টেস্ট সিরিজ ২০২৫ (পুরুষ), যুব এশিয়ান গেমস ২০২৫ (বালক-বালিকা), কাবাডি টেস্ট সিরিজ ২০২৫ (মহিলা), এস এ গেমস ২০২৬ (পুরুষ ও মহিলা) ও এশিয়ান বীচ কাবাডি ২০২৬ (পুরুষ ও মহিলা)।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত