ফের সেঞ্চুরি করলেন রবীন্দ্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১৭: ২০
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৭: ২৫

চ্যাম্পিয়নস ট্রফির চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন রাচিন রবীন্দ্র। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৩ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের ঘরে পৌঁছে যান এই বাঁহাতি ব্যাটার। এর আগে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০৫ বলে ১১২ রানের ইনিংস খেলেন রবীন্দ্র।

রবীন্দ্রর দ্বিতীয় শতকের দিনে কেন উইলিয়ামসনও দারুণ ব্যাটিং করছেন। এই রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ২০১ রান। রবীন্দ্র ১০৫ ও উইলিয়ামসন ৭২ রানে ব্যাট করছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে উইল ইয়াংয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

লুঙ্গি এনগিদির বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দেওয়ার আগে ২১ রান করেন ইয়াং। দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়েছেন রবীন্দ্র ও উইলিয়ামসন। তাদের দুজনের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে আছে নিউজিল্যান্ড।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত