চোট পেলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১৯: ৩৬

গল টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নাজমুল হোসেন শান্ত। সে ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ওপেনার। অনুমিতভাবেই লাল বলের সিরিজের দ্বিতীয় ম্যাচেও তার ওপর বাড়তি প্রত্যাশা আছে বাংলাদেশের। যদিও দ্বিতীয় টেস্টের আগে চোট পেয়ে সবাইকে চিন্তায় ফেলে দিয়েছেন সফরকারীদের অধিনায়ক।

আগামী ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আসন্ন ম্যাচকে সামনে রেখে সোমবার (২৩ জুন) থেকে ফের দলীয় অনুশীলন শুরু করেছে ফিল সিমন্সের শিষ্যরা।

বিজ্ঞাপন

সেখানে স্লিপে ক্যাচ দেওয়ার অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পান শান্ত। এরপর আর কোনো ধরনের অনুশীলন করতে দেখা যায়নি তাকে। দিনের অনুশীলনের বাকি সময় সতীর্থদের ব্যাটিং-বোলিং দেখেই পার করেছেন শান্ত।

আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে শান্তকে। গল টেস্টের আগেও আঙুলে চোট পেয়েছিলেন এই ক্রিকেটার। তাই আঙুলে ব্যান্ডেজ করে ব্যাট করেছেন। আরও একবার চোট পাওয়ায় শান্তকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোন পথে হাঁটে সেটাই এখন দেখার বিষয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত