মেসি-রোনালদোকে পেছনে ফেলে সনের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৬: ৫৯

সম্প্রতি মেজর লিগ সকারের (এমএলএস) দলবদলে রেকর্ড গড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখান সন হিউং মিন। এবার জার্সি বিক্রিতেও রেকর্ড গড়লেন তিনি।

লস অ্যাঞ্জেলসে ৭ নম্বর জার্সি পেয়েছেন সন। এই কোরিয়ান ফরোয়ার্ড যোগ দেওয়ায় অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে লস অ্যাঞ্জেলসের জার্সির দাম। এরপরও বিক্রি থেমে নেই। প্রিয় ফুটবলারের জার্সি পেতে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা।

বিজ্ঞাপন

সনের একটি জার্সির জন্য গুনতে হচ্ছে ১৯৫ ডলার। অতিরিক্ত চাহিদা থাকায় ডেলিভারিতেও সমস্যা হচ্ছে। লস এঞ্জেলেস এফসির সহ সভাপতি ও জেনারেল ম্যানেজার জন থরিংটনের দাবি, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, লেব্রন জেমস, স্টিফেন কারিদের মতো বিশ্ব তারকাদের পেছনে ফেলে সনের ৭ নম্বর জার্সি এখন বিশ্বের সর্বাধিক বিক্রিত জার্সির স্বীকৃতি পেয়েছে।

এক সাক্ষাৎকারে থরিংটন বলেন, ‘শুধু মেজর লিগ সকারের হিসেব নয়, মাত্র দ্বিতীয় সপ্তাহে এসেই সনের ৭ নম্বর জার্সি বিশ্বের সব খেলোয়াড়দের চেয়ে বেশি বিক্রিত জার্সি। সন যোগ দেওয়ার পর থেকে তার জার্সি বিক্রিতে রেকর্ড হয়েছে।’

সব আলোচনাকে সত্যি প্রমাণ করে টটেনহাম ছেড়ে গত ৭ আগস্ট লস অ্যাঞ্জেলসে নাম লেখান সন। তার জন্য ট্রান্সফার ফি বাবদ ১৯.৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে মেজর লিগের ক্লাবটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত