
মেসি-রোনালদোকে পেছনে ফেলে সনের বিশ্ব রেকর্ড
সম্প্রতি মেজর লিগ সকারের (এমএলএস) দলবদলে রেকর্ড গড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখান সন হিউং মিন। এবার জার্সি বিক্রিতেও রেকর্ড গড়লেন তিনি।

সম্প্রতি মেজর লিগ সকারের (এমএলএস) দলবদলে রেকর্ড গড়ে লস অ্যাঞ্জেলস এফসিতে নাম লেখান সন হিউং মিন। এবার জার্সি বিক্রিতেও রেকর্ড গড়লেন তিনি।

কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চলমান গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়বেন সন হিউং মিন। এবার তারকা ফরোয়ার্ড নিজেই সে খবরের সত্যতা প্রমাণ করলেন। ১০ বছরের ক্যারিয়ার শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ সিক্সে থাকা ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন সন।

টটেনহাম হটস্পার ছাড়ছেন সন হিউং মিন। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (এলএএফসি)। এমনটাই জানিয়েছে ফোরফোরটু।