টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৯: ৩৩

টটেনহাম হটস্পার ছাড়ছেন সন হিউং মিন। তার নতুন ঠিকানা হতে যাচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (এলএএফসি)। এমনটাই জানিয়েছে ফোরফোরটু।

প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে ইতোমধ্যে সনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষ। যদিও দক্ষিণ কোরিয়ান তারকার মোটা অঙ্কের পারিশ্রমিকের কারণে চুক্তির বিষয়টি আগাতে পারছে না লস অ্যাঞ্জেলস।

বিজ্ঞাপন

যদিও আলোচনার পথ বন্ধ হয়ে যাচ্ছে না। এমএলএসের বেঁধে দেওয়া বেতনের সীমা থাকলেও প্রতিটি ক্লাব তিনজন খেলোয়াড়ের পেছনে অধিক পারিশ্রমিক খরচ করতে পারবে। এই নিয়মে পারিশ্রমিকের একটি অংশ এমএলএস থেকে দেওয়া হয়।

ইন্টার মিয়ামি থেকে ২০.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পান লিওনেল মেসি। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, লস অ্যাঞ্জেলস থেকে নাকি মেসির কাছাকাছি পারিশ্রমিক পাবেন সন।

এই ফরোয়ার্ডের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকের জোগান দেওয়ার সুযোগ আছে লস অ্যাঞ্জলসের। দক্ষিণ কোরিয়ান প্রবাসীদের বড় একটা অংশের বসবাস যুক্তরাষ্টের এই শহটিতে। তাই বাণিজ্যিক দিক বিবেচনায় কোনো স্পন্সর, প্রযুক্তি প্রতিষ্ঠান বা তৃতীয় পক্ষ থেকে আসতে পারে সনের পারিশ্রমিকের একটা অংশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত