স্পোর্টস ডেস্ক
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চলমান গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়বেন সন হিউং মিন। এবার তারকা ফরোয়ার্ড নিজেই সে খবরের সত্যতা প্রমাণ করলেন। ১০ বছরের ক্যারিয়ার শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ সিক্সে থাকা ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন সন।
এশিয়ার সবচেয়ে বড় তারকা ফুটবলারের তকমা সনের গায়ে। মূলত টটেনহামে যোগ দিয়েই এই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। বায়ার লেভারকুজেন ছেড়ে ২০১৫ সালে লন্ডনের ক্লাবটিতে নাম লেখান। স্পার্সদের জার্সিতে ৪৫০ টির বেশি ম্যাচ খেলে জালের দেখা পান ১৭৩ বার। টটেনহামের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন বনে গেছেন সন।
গত এক দশকের যাত্রায় টটেনহামের হয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছেন সন। তার নেতৃত্বে গত মে মাসে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট পরে টটেনহাম। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা দূর হয় তাদের। অন্যদিকে ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টটেনহাম। এছাড়া ক্লাবটির হয়ে ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছেন সন।
টটেনহামের শিরোপাখরা কাটলেও ইনজুরি এবং ফর্মহীনতায় গত মৌসুমটা ভালো যায়নি সনের। তাই নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে টটেনহামের সঙ্গে সিউলে অবস্থান করছেন সন। সেখানেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার কথা জানান তিনি।
সন বলেন, ‘আমি এই গ্রীষ্মে টটেনহাম ছাড়ছি। ক্লাব আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এই সিদ্ধান্ত আমার জন্য মোটেও সহজ ছিল না। এটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এই ক্লাবে আমার দুর্দান্ত সব স্মৃতি আছে। আশা করি ভক্তরা আমার সিদ্ধান্তটা বুঝতে পারবেন এবং সম্মান করবেন।’
টটেনহাম পরবর্তী কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানাননি সন। তবে বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, তার পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে মেজর লিগ (এমএলএস) সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, চলমান গ্রীষ্মে টটেনহাম হটস্পার ছাড়বেন সন হিউং মিন। এবার তারকা ফরোয়ার্ড নিজেই সে খবরের সত্যতা প্রমাণ করলেন। ১০ বছরের ক্যারিয়ার শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ সিক্সে থাকা ক্লাবটি ছাড়ার ঘোষণা দিয়েছেন সন।
এশিয়ার সবচেয়ে বড় তারকা ফুটবলারের তকমা সনের গায়ে। মূলত টটেনহামে যোগ দিয়েই এই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। বায়ার লেভারকুজেন ছেড়ে ২০১৫ সালে লন্ডনের ক্লাবটিতে নাম লেখান। স্পার্সদের জার্সিতে ৪৫০ টির বেশি ম্যাচ খেলে জালের দেখা পান ১৭৩ বার। টটেনহামের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন বনে গেছেন সন।
গত এক দশকের যাত্রায় টটেনহামের হয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছেন সন। তার নেতৃত্বে গত মে মাসে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট পরে টটেনহাম। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের শিরোপা খরা দূর হয় তাদের। অন্যদিকে ৪১ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় টটেনহাম। এছাড়া ক্লাবটির হয়ে ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছেন সন।
টটেনহামের শিরোপাখরা কাটলেও ইনজুরি এবং ফর্মহীনতায় গত মৌসুমটা ভালো যায়নি সনের। তাই নতুন চ্যালেঞ্জ নিতে চান তিনি। প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে টটেনহামের সঙ্গে সিউলে অবস্থান করছেন সন। সেখানেই আয়োজিত এক সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার কথা জানান তিনি।
সন বলেন, ‘আমি এই গ্রীষ্মে টটেনহাম ছাড়ছি। ক্লাব আমার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এই সিদ্ধান্ত আমার জন্য মোটেও সহজ ছিল না। এটা জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এই ক্লাবে আমার দুর্দান্ত সব স্মৃতি আছে। আশা করি ভক্তরা আমার সিদ্ধান্তটা বুঝতে পারবেন এবং সম্মান করবেন।’
টটেনহাম পরবর্তী কোন ক্লাবে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানাননি সন। তবে বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, তার পরবর্তী ঠিকানা হতে যাচ্ছে মেজর লিগ (এমএলএস) সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসি।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
১০ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে