আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাশ্মীর ইস্যু

পিএসএল সম্প্রচার বন্ধ করল ভারত

স্পোর্টস ডেস্ক
পিএসএল সম্প্রচার বন্ধ করল ভারত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে নতুনকরে বিরোধ তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই ইস্যুতে উভয় দেশই একে অপরকে দোষারোপ করছে। এর প্রভাব পড়েছে ক্রিকেটেও।

নিজেদের দেশে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে ভারতের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। শুধু তাই নয়, ইতোমধ্যে পাকিস্তানের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টটির সব হাইলাইটস ও ভিডিও ডিলিট করেছে সম্প্রচার প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিকভাবে ফ্যানকোড বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে পিএসএলের লাইভ স্কোর, সূচি বন্ধ করে দিয়েছে ভারতের আরেক গণমাধ্যম ক্রিকবাজ।

বিজ্ঞাপন

এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পিএসএলের সম্প্রচার কাজের সঙ্গে জড়িত থাকা ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ।

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হন। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। সে ঘটনার পর ফের পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষীক সিরিজ না খেলার ঘোষণা দেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। এবার দেশটিতে পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণা আসলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন