নিয়ম পরিবর্তন

অবশেষে অপেক্ষা ফুরাল দ্য ফিনিশারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২১

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) হল অব ফেমে জায়গা পেলেন মাইকেল বেভান। এজন্য ১৫ বছর অপেক্ষা করতে হলো তাকে। ‘দ্য ফিনিশার’ হিসেবে পরিচিত বেভানকে এই স্বীকৃতি দেওয়ার আগে নিয়মে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ।

মানদণ্ড মতে, হল অব ফেমে জায়গা পাওয়ার জন্য নির্দিষ্ট ক্রিকেটারকে টেস্টে সমৃদ্ধ ক্যারিয়ার থাকতে হবে। যদিও এই সংষ্করণে সাদামাটা পরিসংখ্যান থাকায় দীর্ঘ দেড় দশক ধরে হল অব ফেম পাননি বেভান।

বিজ্ঞাপন

অবশেষে ২০২৫ সাল থেকে নিয়মে পরিবর্তন এনেছে সিএ’র হল অব ফেম কমিটি। তাতেই এই অভিজাত তালিকার অন্তর্ভূক্ত হলেন বেভান। অস্ট্রেলিয়ার হয়ে ২৩২ ওয়ানডেতে মাঠে নামেন তিনি। ১৯৬ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেন ৬ হাজার ৯১২ রান। রানের চাইতেও বেভানের ছিল ম্যাচ ফিনিশ করার অসামান্য দক্ষতা। খাদের কিনারা থেকে অস্ট্রেলিয়াকে বহু ম্যাচ জিতিয়েছেন। মূলত তার হাত ধরেই ‘ফিনিশার’ নামক শব্দটি ক্রিকেটে চালু হয়।

সিএ’র হল অব ফেমের চেয়ারম্যান পিটার কিং বলেন, ‘বেভানের ব্যতিক্রমী রেকর্ড এবং তার পক্ষে মানুষের অবস্থান হল অব ফেম কমিটিকে নিয়ম পরিবর্তনের দিকে নিয়ে গেছে। সে সাদা বলের ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে। রান তাড়া করার সামর্থ্য এবং ব্যাটিংয়ে মুন্সিয়ানার জন্য বেশ পরিচিতি পান। এখন থেকে সাদা বলের দুই সংস্করণে অসাধারণ খেলেছে এমন ক্রিকেটারদেরও কমিটি সমানভাবে স্বীকৃতি প্রদান নিশ্চিত করবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত