টি-টোয়েন্টিতে সাকিবের পাশে নবী

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৪০

সাকিব আল হাসান তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন। তার মধ্যে একটি হলো টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০০ রান ও ১০০ উইকেট। বিরল এই রেকর্ডের ক্লাবে এতোদিন সাকিব একাই ছিলেন। এবার তার পাশে বসলেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। পাকিস্তানকে হারানোর ম্যাচে এই কীর্তিতে ভাগ বসান আফগান তারকা।

বিজ্ঞাপন

শারজাতে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের ১৮ রানে জয়ের ম্যাচে ২০ রানে ২ উইকেট নেন নবী। তাতে আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। এই ফরম্যাটে ১০০ উইকেটের হিসেবে দ্বিতীয় আফগান ক্রিকেটার নবী। প্রথমে আছেন রশিদ খান (১৬৭)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবীর দুই হাজারের বেশি (২২৪৬) রানও রয়েছে। সে হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার নবী। প্রথম বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব এই রেকর্ড গড়েন ২০২২ সালে। এই ফরম্যাটে সাকিবের মোট রান ২৫৫১, উইকেট ১৪৯টি।

টি-টোয়েন্টি থেকে সাকিব অবসর নিয়েছেন। সুতরাং এই ফরম্যাটে তার রান ও উইকেটের সংখ্যা আর বাড়ার কোনো সম্ভাবনানেই। নবী এখনো খেলে যাচ্ছেন। বয়সের ঘর চল্লিশ পেরোলেও এখনো দারুন পারফর্ম্যান্স করছেন এই তারকা ক্রিকেটার। এভাবে চলতে থাকলে আরও কিছু কীর্তি নবী গড়বেন, সেটা নিশ্চিত!

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত