এএফসি চ্যালেঞ্জ লিগ

বসুন্ধরা কিংস ও আল-সিব মুখোমুখি আজ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯: ০০

এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বের মিশন আজ শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের ক্লাবটির প্রতিপক্ষ ওমানের ক্লাব আল-সিব। কুয়েতের জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে আজ দুদলের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। এই গ্রুপে ২৮ অক্টোবর লেবাননের ক্লাব আল-আনসার এবং ৩১ অক্টোবর আল-কুয়েতের বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।

শক্ত দল নিয়েই চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েতে গেছে কিংস। দলটির হয়ে খেলছেন জাতীয় দলের ১০ ফুটবলার। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল কিংসের হয়ে প্রথম খেলবেন। চ্যালেঞ্জ লিগের আগে ঘরোয়া ফুটবলে জয়ের ছন্দে ফেরে কিংস। সব মিলিয়ে চ্যালেঞ্জ লিগের জন্য পুরোপুরি প্রস্তুত কোচ মারিও গোমেজের দল। আগে চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ার ক্লাব আল-কামারাহকে ১-০ গোলে হারিয়েছিল কিংস। জয়টি তাদের অনুপ্রেরণার উৎস। কুয়েতযাত্রার আগে কিংসের কোচ গোমেজ ও অধিনায়ক তপু বর্মণ সেরা ফুটবল খেলার লক্ষ্যের কথা বলে গেছেন। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তপু জানান, জয় পেতে মাঠে নামবেন তারা। তিনি বলেন, ‘গ্রুপের প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

বিজ্ঞাপন

অন্যদিকে ওমানের ক্লাব আল-সিবেরও জেতার অভিন্ন লক্ষ্য। প্রত্যাশা করা হচ্ছে, চ্যালেঞ্জ লিগে দুদলের ম্যাচটিতে ভালো লড়াই হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত