আরব আমিরাতের বিপক্ষে জয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০০: ৪৮
আপডেট : ১৮ মে ২০২৫, ০১: ১১

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে করতে হতো ১৯২ রান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ দিকের ছন্দপতনে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ২৭ রানের জয়ে শেষ হাসি হেসেছে লিটন দাসের দল।

আরব আমিরাতের হয়ে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন মোহাম্মদ ওয়াসিম। ২১ বলে ৪২ রান করেন আসিফ খান। রাহুল চোপড়ার ব্যাট থেকে আসে ৩৫ রান। ২২ বল খেলেন তিনি। বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নেন হাসান মাহমুদ৷ তানজিম সাকিব, মাহেদি হাসান ও মোস্তাফিজুর রহমানের শিকার দুটি করে উইকেট।

এর আগে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান জড়ো করে বাংলাদেশ। ৫৪ বলে ১০০ রানের ইনিংস খেলেন ইমন। তার ওই ঝড়ো ইনিংসের পাশাপাশি তাওহিদ হৃদয় ১৫ বলে ২০ ও জাকের আলী ১৪ বলে খেলেন ১৩ রানের ইনিংস। আরব আমিরাতের হয়ে মোহাম্মদ জাওয়াদউল্লাহ ২১ রানে নেন ৪ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯১/৭ (২০ ওভার); ইমন ১০০, তাওহীদ ২০; জাওয়াদ ৪/২১

আরব আমিরাত: ১৬৪/১০ (২০ ওভার); ওয়াসিম ৫৪, আসিফ ৪২; হাসান ৩/৩৩

ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত