ছেলেকে নিয়ে অনুশীলনে তাসকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ২০: ১৯
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২০: ৫৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরটা দারুণ কাটাচ্ছেন তাসকিন আহমেদ। বল হাতে প্রতিপক্ষের জন্য ত্রাসে পরিণত হয়ে উঠেছেন দুর্বার রাজশাহীর এই পেসার। পাঁচ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে বেশ ফুরফুরে মেজাজে আছেন। এরই মাঝে আজ ছেলেকে নিয়ে অনুশীলনে দেখা গেল তাকে।

বিপিএলে আজ কোনো খেলা ছিল না। যদিও নিজেকে ঝালিয়ে নিতে ভুলেননি তাসকিন। সিলেটে দলীয় অনুশীলনের এক ফাঁকে ছেলে তাসফিন আহমেদ রিহানকে নিয়ে বেশ কিছুক্ষণ পার করতে দেখা গেছে এই গতি তারকাকে।

বিজ্ঞাপন

তাসকিনের করা বলে ব্যাটিং করেন রিহান। এ সময় তাদের মধ্যে খুঁনশুটিও হয়। সব মিলিয়ে চলমান বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সের মতো গতকাল অনুশীলনেও দারুণ সময় পার করেন তাসকিন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত